আয়ারল্যান্ড সফরের আগে পান্ডিয়াদের ছুটি

২৩ জুন মুম্বইয়ে এঁরা সবাই জড়ো হওয়ার পর কোচ ভিভিএস লক্ষ্মণের সঙ্গে পরদিন ডাবলিন যাবেন ভারতীয় ক্রিকেটাররা।

Must read

মুম্বই, ২০ জুন : হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন আয়ারল্যান্ডগামী ভারতীয় দলের যাত্রা সূচির সামান্য পরিবর্তন হল। আগে ঠিক ছিল রাহুল দ্রাবিড়, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের সঙ্গে সোমবার ভোরেই ইংল্যান্ড উড়ে যাবেন পান্ডিয়ারা। কিন্তু রবিবার বৃষ্টি-বিঘ্নিত বেঙ্গালুরু ম্যাচের পর তাঁদের তিনদিন ছুটি দেওয়া হয়েছে। ২৩ জুন মুম্বইয়ে এঁরা সবাই জড়ো হওয়ার পর কোচ ভিভিএস লক্ষ্মণের সঙ্গে পরদিন ডাবলিন যাবেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন-বিশ্বকাপের আগে বার্তা হেড কোচের, পন্থ দলের অবিচ্ছেদ্য অংশ, বললেন দ্রাবিড়

জানা গিয়েছে, অনেকেই আইপিএল থেকে টানা খেলছেন বলে এই ব্রেক দেওয়া হল। যাতে সবাই বাড়িতে সময় কাটাতে পারেন। আর দুই ম্যাচের সিরিজ বলে আয়ারল্যান্ডে মানিয়ে নেওয়ারও ব্যাপার নেই। মালাহাইডে ২৬ ও ২৮-শে দুটি টি ২০ ম্যাচ খেলে ভারতীয় দল যাবে ইংল্যান্ডে। তবে ইংল্যান্ডে টি ২০ সিরিজে এই দলের সবাইকে যে রাখা হবে না, সেটা এখনই পরিষ্কার। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ইংল্যান্ডে টি ২০ সিরিজ থেকেই তারকারা সবাই দলে ফেরত আসবেন। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ পর্যন্ত সব ম্যাচে এরাই খেলবেন। হয়তো জিম্বাবোয়ে সিরিজে কেউ বিশ্রাম নিতে পারেন।

Latest article