সুমন তালুকদার, খড়দহ : খড়দহ উপনির্বাচনে খেলার আগেই খেলা শেষ বিজেপির, এমনই দাবি রাজনৈতিক মহলের। তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এমনিতেই স্বচ্ছ ভাবমূর্তির প্রবীণ শোভনদেব ধারে-ভারে এগিয়ে, তার ওপর প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতার আবেগ নিয়ে খেলতে গিয়ে আরও বেকায়দায় পড়েছেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন-গোসাবায় সুব্রতর লক্ষ্য মার্জিন বৃদ্ধি
সম্প্রতি খড়দহের বিজেপি প্রার্থী কাজল সিনহার বাড়িতে গিয়ে তৃণমূলের বিধায়কের ছবিতে মালা দিয়ে ও তাঁর ছবি নিয়ে নির্বাচনী প্রচার ও সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিতর্ক তৈরি করে রাজনৈতিক বাজি জিততে চেয়েছিলেন। নন্দিতা জানান, বিজেপি প্রার্থী আমার স্বামীর জনপ্রিয়তা ও আমার ভালমানুষিকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চেয়েছিলেন। আমাদের মধ্যে ভাঙন ধরাতে চেয়েছিলেন। কিন্তু বিফল হয়েছেন। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসেই আছি। আমাদের মধ্যে বিভাজন আনা অত সহজ নয়। খড়দহের মানুষ বিজেপির এই ঘৃণ্য রাজনীতি ধরে ফেলেছেন। তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ। ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘‘খড়দহের মানুষ শিক্ষিত, সংস্কৃতিমান ও বিচক্ষণ। তাঁরা বিজেপির এই খেলা বুঝে গিয়েছেন। আমরা প্রচারে গিয়ে তার আভাস পেয়েছি। তৃণমূল কংগ্রেসের জয় এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমরা ব্যবধান কত বাড়বে তাই নিয়ে ভাবছি।’’