খোলার আগেই জগন্নাথ মন্দিরের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখা হল

আগামী দিনে আর কোথায় লাগানো হবে তা দেখা হয়। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, ‘মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে।

Must read

সংবাদদাতা, দিঘা : অক্ষয়তৃতীয়ার দিন খুলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। তারপর থেকেই বিপুল ভিড়ের সম্ভাবনায় যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার জেলা পুলিশ-প্রশাসন, নির্মাণসংস্থা হিডকো-সহ অন্যরা এলাকায় ঘুরে গেলেন।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের আবেদনকে মান্যতা দিয়ে স্থগিতাদেশ, আদালতে আটকে গেল লিগ চ্যাম্পিয়নের ঘোষণা

যানজট এড়াতে উন্নত পার্কিং ব্যবস্থা, দুটি নয়া স্নানঘাটের নির্মাণকাজ কোন পর্যায়ে রয়েছে খোঁজখবর নেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়সওয়াল, ডিআইজি (সিকিউরিটি) অভ্রারু রবীন্দ্রনাথ, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী কর্তা অপূর্ব বিশ্বাস, কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, রামনগর ১ ও ২ ব্লকের বিডিও পূজা দেবনাথ ও অখিল মণ্ডল-সহ হিডকো ও ইরিগেশন দফতরের আধিকারিকেরা। এখন ১৫টি সিসিটিভি রয়েছে মন্দির চত্বরে। আগামী দিনে আর কোথায় লাগানো হবে তা দেখা হয়। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, ‘মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। মন্দির-সহ আশপাশে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে উদ্বোধনের আগেই।’

Latest article