পুজোর আগেই জেলায় জেলায় খুলছে বাংলার শাড়ি বিপণি

পুজোর আগেই পছন্দের শাড়ি মিলবে এই দুই দোকানে। একই সুবিধা রাজ্য জুড়ে দ্রুত চালু করার জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : রাজ্যের তাঁত তথা অন্যান্য বয়নশিল্পীদের উৎসাহ দিতে রাজ্য সরকার পুজোর আগেই বিভিন্ন জেলায় ‘বাংলার শাড়ি’ নামের বিপণি চালু করবে। সেখানে সুলভে উৎকৃষ্টমানের শাড়ি কিনতে পাওয়া যাবে। সেজন্য প্রতিটি জেলা প্রশাসনকে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলাকে চিঠি পাঠিয়ে দ্রুত জমি চিহ্নিত করে মুখ্যসচিবের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ব্লকে বাংলার শাড়ির বিপণি খোলার নির্দেশ দিয়েছেন। সেইমতো বাংলার শাড়ির প্রথম দুই বিপণি খুলবে ঢাকুরিয়ার দক্ষিণাপন ও নিউ দিঘায়।

আরও পড়ুন-শেয়ার কেলেঙ্কারিতে সাধারণের টাকা লুঠ বিজেপির

পুজোর আগেই পছন্দের শাড়ি মিলবে এই দুই দোকানে। একই সুবিধা রাজ্য জুড়ে দ্রুত চালু করার জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে জমি চিহ্নিত করে জেলাগুলিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, পুজোর আগেই চালু হবে বেশ কিছু আউটলেট। ক্ষুদ্রশিল্প দফতরের মাধ্যমে এই প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করছে রাজ্য সরকার। এর জেরে রাজ্যে কর্মসংস্থান হবে। বিপণিগুলিতে কাজ পাবেন যুবক-যুবতীরা। তাঁতিদেরও কাজ বাড়বে। রাজ্যের এক আধিকারিক জানান, এর আগেও রাজ্যের অধীনে অনেকগুলি বস্ত্র বিপণি খোলা হয়েছে। কিন্তু বাংলার শাড়ি নামের বিপণি মধ্যবিত্তের কাছে বিশেষ আকর্ষণীয় হবে। কারণ এখানে সস্তায় মিলবে উৎকৃষ্ট মানের শাড়ি। এমনকী ৩০০ টাকাতেও পছন্দের শাড়ি পাওয়া যাবে।

Latest article