প্রতিবেদন: ইতিমধ্যেই শেষ হয়েছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা। এবার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার আগে শীঘ্রই প্রশিক্ষণ শুরু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। দ্বিতীয় সেমিস্টারের প্রশ্ন কী ধরনের হবে, কেমন ভাবে পরীক্ষার্থীদের নম্বর বিভাজন করা হবে, সেই নিয়ে মূলত শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সংসদ সূত্রে খবর, ৬ নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সমস্ত স্কুলগুলিকে নিয়ে ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানাচ্ছেন, প্রথম সেমিস্টারের ক্ষেত্রেও এরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। একইভাবে দ্বিতীয় সেমিস্টারেও শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে মূল্যায়নে কোনও সমস্যা না হয়। ইতিমধ্যে অনলাইনে ওরিয়েন্টেশন চলছে। সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছে সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। এই কর্মসূচি চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। সকাল ১১টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত এবং ২:৩০ থেকে ৪টে পর্যন্ত চলবে অনলাইন ওরিয়েন্টেশন।
আরও পড়ুন- শুরু বিজয়া সম্মিলনী, জারি থাকবে কুৎসার বিরুদ্ধে লড়াই