সফরের আগেই ফিরল অ্যাডিলেডে ৩৬ অলআউটের স্মৃতি, গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ ভারতের

২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট খেলতে হয়েছিল বিরাটের ভারতকে। প্রথম টেস্ট ছিল দিন-রাতের।

Must read

মেলবোর্ন, ৯ অগাস্ট : চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত (India)। বর্ডার-গাভাসকর ট্রফিতে মুখোমুখি ক্রিকেটের দুই মহাশক্তি। এবার চার নয়, প্যাট কামিন্সদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে রোহিত শর্মার দল। যার মধ্যে রয়েছে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টও। তার প্রস্তুতি হিসেবে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা।

আরও পড়ুন-মেরুকরণের রাজনীতিতে শান দিচ্ছে ওরা

২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট খেলতে হয়েছিল বিরাটের ভারতকে। প্রথম টেস্ট ছিল দিন-রাতের। সেই ম্যাচে প্রস্তুতি ছাড়া খেলতে নেমে মাত্র ৩৬ অলআউটের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বিরাটদের। টেস্টে সেটাই ভারতের সর্বনিম্ন রান। এরপরই ঘুরে দাঁড়িয়ে ঐতিহাসিক সিরিজ জয় ভারতের। সেই দুঃস্বপ্নের স্মৃতি মাথায় রেখেই এবার প্রস্তুতিতে ফাঁক রাখতে চায় না ভারতীয় বোর্ড। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের আগে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট, রোহিতরা। অ্যাডিলেড ওভালে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ।

আরও পড়ুন-কথা রাখলেন মুখ্যমন্ত্রী, নিয়োগপত্র পেলেন দুর্ঘটনায় মৃত কর্মীর ছেলে

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘পার্থ টেস্টের (২২-২৬ নভেম্বর) থেকে অ্যাডিলেড টেস্টের (৬-১০ ডিসেম্বর) মধ্যে সপ্তাহান্তে একটি দু’দিনের ম্যাচ খেলা হবে।’’ গত দু’বছরের বেশি সময় ধরে রোহিতরা গোলাপি কোকাবুরা বলে টেস্ট খেলার সুযোগ পাননি। তাই অ্যাডিলেড টেস্টের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত।

Latest article