চ্যাম্পিয়ন হয়ে বুঝতে পেরেছি বিশ্বকাপের গুরুত্ব, স্মৃতিচারণ হিটম্যানের

Must read

ব্রিসবেন, ১৬ অক্টোবর : মাত্র কুড়ি বছর বয়সে প্রথম টি-২০ বিশ্বকাপ খেলেছিলেন রোহিত শর্মা (Captain Rohit Sharma)। সেটা ২০০৭ সাল। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দীর্ঘ ১৫ বছর পর আরও একটি টি-২০ বিশ্বকাপ খেলতে নামছেন রোহিত। হিটম্যান এবার নিজেই দলের অধিনায়ক!

রবিবার পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে নিজের প্রথম বিশ্বকাপের স্মৃতি রোমন্ধন করতে গিয়ে রীতিমতো আবেগে ভেসে গেলেন রোহিত (Captain Rohit Sharma) কোনও ধরনের ভণিতা না করেই তিনি জানালেন, ট্রফি জেতার আগে পর্যন্ত তিনি বিশ্বকাপ খেলার অনুভূতি কী, সেটা বুঝতেই পারেননি। রোহিতের বক্তব্য, ‘‘বিশ্বকাপ স্কোয়াডে নির্বাচিত হওয়ার পর নিজেকে নিয়ে আমার কোনও প্রত্যাশা ছিল না। ওটা ছিল আমার প্রথম বিশ্বকাপ। তাই গোটা টুর্নামেন্ট উপভোগ করতে চেয়েছিলাম। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কী এবং এটা যে কত বড় টুর্নামেন্ট সেটা বুঝেছিলাম ট্রফি জেতার পর।’’

আরও পড়ুন-দিল্লি-বেঙ্গালুরু থেকে আসছেন বিশেষজ্ঞরা

এবার নিজের কেরিয়ারের আট নম্বর বিশ্বকাপ খেলতে নামছেন রোহিত। ১৫ বছরের সুদীর্ঘ যাত্রাপথ নিয়ে রোহিতের মন্তব্য, ‘‘অসাধারণ একটা সফর। এই দীর্ঘ সময়ে টি-২০ ফরম্যাটে অনেক পরিবর্তন এসেছে। খেলাটা আরও উন্নত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ২০০৭ সালে কেমন খেলা হত আর এখন কেমন হয়, সেটা লক্ষ্য করলেই ফারাক বোঝা যাবে। তখন ১৪০-১৫০ রানই জেতার জন্য যথেষ্ট ছিল। এখন এই রান অনেক সময় ১৪-১৫ ওভারেই উঠে যায়।’’ প্রসঙ্গত, জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ১৪২টি টি-২০ ম্যাচ খেলেছেন রোহিত। ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফ সেঞ্চুরি-সহ মোট রান করেছেন ৩,৭৩৭। গড় ৩১.৯৪, স্ট্রাইক রেট ১৪০.৫৯।

Latest article