ফিফা ফ্রেন্ডলিতে আজ ভারতের সামনে বেলারুশ, দল ও কৌশল বদল স্টিমাচের

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহরিনের বিরুদ্ধে ভাল খেলেও হেরেছে ভারত। ম্যাচে সমতা ফিরিয়েও শেষ মুহূর্তের গোলে হতাশ হতে হয়েছে ব্লুজদের।

Must read

মানামা, ২৫ মার্চ : ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহরিনের বিরুদ্ধে ভাল খেলেও হেরেছে ভারত। ম্যাচে সমতা ফিরিয়েও শেষ মুহূর্তের গোলে হতাশ হতে হয়েছে ব্লুজদের। শনিবার বাহরিনের রাজধানী মানামায় আরও একটি ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে নামছে ভারত। গুরপ্রীতদের প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪তম স্থানে থাকা বেলারুশ। বাহরিনের বিরুদ্ধে যাঁর গোলে সমতা ফিরিয়েছিল ভারতীয় দল, সেই রাহুল ভেকেকে শনিবারের ম্যাচ খেলতে পারবে না। কারণ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য আবুধাবিতে মুম্বই সিটি এফসি-র শিবিরে যোগ দিয়েছেন রাহুল। এই অবস্থায় আরও এক নতুন মুখকে বেলারুশের বিরুদ্ধে সুযোগ দিতে পারেন কোচ ইগর স্টিমাচ।

আরও পড়ুন –বিশ্বকাপে ইতালি নেই, রাশিয়ার পর কাতারেও আজুরি-হীন ফুটবল

কঠিন ম্যাচে নামার আগে ইগর বলেন, ‘‘বেলারুশের বিরুদ্ধে দলে বড় পরিবর্তন হবে। আমি নতুন একটা দল মাঠে নামাতে চাইছি। তরুণদের উদ্যম দলে স্থায়ীত্ব আনবে বলেই আমার বিশ্বাস। ফ্রেন্ডলি ম্যাচ সেরা সুযোগ পারফর্ম করে নিজেদের তৈরি করার এবং আমি বিশ্বাস করি, ঝুঁকি না নিলে কখনও সফল হওয়া যায় না।’’

আরও পড়ুন –এপ্রিলেই চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো

ইগর আরও বলেন, ‘‘আমার কাছে বেলারুশ খুব পরিচিত প্রতিপক্ষ। ওরা বাহরিনের থেকে টেকনিক্যালি অনেক এগিয়ে। সম্প্রতি ওরা বেলজিয়াম এবং ওয়েলসের বিরুদ্ধে খেলেছে। বেলারুশ রক্ষণাত্মক এবং প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে। কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে সেই স্ট্র্যাটেজিতে খেলবে বলে মনে হয় না।’’

Latest article