মুখ্যমন্ত্রীর মহামিছিলে বাজবে বেলডাঙার ঢাকের বাদ্যি

লালু ঢাক বাজিয়ে এসেছেন অস্ট্রেলিয়া, রাশিয়া ও লন্ডনে। সেই লালু দাস-সহ তাঁর দলবল এবার কলকাতার মহামিছিলের অন্যতম আকর্ষণ।

Must read

সংবাদদাতা, বহরমপুর : দুর্গাপুজো উপলক্ষে কলকাতার মিছিলে বাজতে চলেছে বেলডাঙার ঢাক। মুখ্যমন্ত্রীর ওই মহামিছিলে ঢাক বাজাবেন বলে উত্তেজনায় ভরপুর বেলডাঙার ৩০ জন ঢাকি। ১ সেপ্টেম্বর কলকাতার জোড়াসাঁকো থেকে ওই মহামিছিল দেখতে হাজির হবেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। বেলডাঙার মাড্ডা অঞ্চলের বাঁশচাতোর এলাকার লালু দাস দীর্ঘ ২৬ বছর ধরে মুম্বইয়ের বিখ্যাত গায়ক অভিজিতের ক্লাবে ঢাক বাজিয়ে আসছেন। দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরই বেলডাঙার সেই ঢাকে কাঠি পড়ে মুম্বইয়ে।

আরও পড়ুন-মেদিনীপুর মেডিক্যালে ডিসেম্বরেই ক্যাথ ল্যাব

এছাড়া ইতিমধ্যে লালু ঢাক বাজিয়ে এসেছেন অস্ট্রেলিয়া, রাশিয়া ও লন্ডনে। সেই লালু দাস-সহ তাঁর দলবল এবার কলকাতার মহামিছিলের অন্যতম আকর্ষণ। মঙ্গলবার লালু বলেন, ‘‘কলকাতার চোরবাগান পুজো কমিটি বায়না করেছে এবার। দুর্গাপুজোর মহামিছিল উপলক্ষে বুধবার বেলডাঙা থেকে ট্রেনে কলকাতা রওনা দেব আমরা।’’ ৩০ জন ঢাকি ১ সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে মহামিছিলে ঢাক বাজাতে বাজাতে রানি রাসমণি রোডে পৌঁছবেন। লালু বলেন, ‘‘বহু তারকা-মহাতারকাদের সঙ্গে ঢাক বাজিয়ে নাচানাচি করেছি। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে এই প্রথম দলবল নিয়ে ঢাক বাজাতে পারব বলে ভীষণ খুশি।’’

আরও পড়ুন-ক্ষতিগ্রস্ত ৩ লক্ষ কৃষকের পাশে তৃণমূলের খেতমজুর সংগঠন, জোর শস্যবিমার ক্ষতিপূরণে

প্রসঙ্গত, ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর এবার দুর্গাপুজোয় নতুন উন্মাদনা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। সেই পুজোয় কোনও খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন, কলকাতার মহামিছিল-সহ গোটা রাজ্যে একই দিনে মিছিল হবে সরকারি উদ্যোগে। কলকাতার ওই মহামিছিলে পুজোর আগাম আকর্ষণ হিসাবে পৌঁছে যাবে বেলডাঙার বিখ্যাত ঢাকের বাদ্যি।

Latest article