আন্তর্জাতিক

ইজরায়েলকে পাত্তা না দিয়ে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ঘোষণা বেলজিয়ামের বিদেশমন্ত্রীর

প্রতিবেদন: থামছে না ইজরায়েল। প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড কার্যত ধ্বংসস্তূপ। অবর্ণনীয় দুর্দশায় রয়েছেন অসামরিক নাগরিকরা। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আবেদন উঠলেও তাতে কর্ণপাত করছে না নেতানিয়াহু সরকার। এই পরিস্থিতিতে ইজরায়েলকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ঘোষণা করেছে ইউরোপের অন্যতম দেশ বেলজিয়াম। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এই একই ঘোষণা করেছিল। তাতে ক্ষোভ জানিয়েছিল ইজরায়েল।

আরও পড়ুন-ভুল তথ্যের জন্য ক্ষমা চাইতে হবে সুকান্তকে, দাবি তৃণমূল সাংসদদের

এবার বেলজিয়ামও ইহুদি সরকারকে পাত্তা না দিয়ে জানিয়ে দিল, এই মাসের শেষেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বেলজিয়াম এই বিষয়ে নিজেদের সমর্থনের কথা জানাবে। বেলজিয়ামের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভট এই ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রেভট লেখেন, রাষ্ট্রসংঘের অধিবেশনে বেলজিয়াম প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে। এর পাশাপাশি লাগাতার গাজায় মানবতাবিরোধী আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য ইজরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, তেল আভিভের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা জারি করা হবে। এরমধ্যে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্কের অবৈধ ইজরায়েলি বসতি থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা এবং ইজরায়েলি সংস্থাগুলির সঙ্গে সরকারি স্তরে বাণিজ্যিক লেনদেনের পুনরায় মূল্যায়ন। এর পাশাপাশি প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও দু’টি শর্তের উল্লেখ করেছেন প্রিভট। জানিয়েছেন, গাজা থেকে শেষ পণবন্দিকেও নিরাপদে মুক্তি দিতে হবে। প্যালেস্টাইন নিয়ন্ত্রণের বিষয়ে হামাসের ভূমিকা থাকা চলবে না।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

8 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

44 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

52 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago