খারিজ চোকসির জামিনের আবেদন

Must read

খারিজ হয়ে গেল মেহুল চোকসির (৬৫) জামিনের আবেদন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসির (mehul choksi) জামিনের আবেদন খারিজ বেলজিয়াম আদালতে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেলজিয়ামের আদালতে জামিনের আবেদন করছিলেন চোকসি।

গত ১২ এপ্রিল বেলজিয়ামের পুলিশ একটি হাসপাতাল থেকে মেহুলকে (mehul choksi) গ্রেফতার করেছিল। সিবিআইয়ের একটি দল বেলজিয়ামে গিয়ে মেহুলকে প্রত্যর্পণের প্রক্রিয়ার কাজ শুরু করবে শীঘ্রই। তবে এখনও পর্যন্ত তাঁকে ভারতে প্রত্যর্পণ খুব সহজ হবে না বলেও মনে করছেন আইনজীবীদের একাংশ।

আরও পড়ুন- পহেলগাঁওয়ে জঙ্গি হামলা: পর্যটকদের কাশ্মীর ছাড়ার হিড়িক শুরু হতেই বিমান ভাড়া তিনগুণ!

আপাতত মেহুল রয়েছেন বেলজিয়ামের জেলে। ২০১৮ সালের জানুয়ারিতে দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণার অভিযোগ সামনে আসে। ১৩ হাজার কোটি টাকার পিএনবি জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদি। এরপরেই দেশ ছেড়ে পালান তাঁরা। আগেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন চোকসি। এর পর তাঁর বেলজিয়ান স্ত্রীর সাহায্য নিয়ে ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে তিনি বেলজিয়ামে থাকতে শুরু করেন।

Latest article