সংবাদদাতা, হাওড়া : স্থানীয় বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে ঢেলে সাজানো হচ্ছে বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনও তিনি। কীভাবে এই হাসপাতালের আরও উন্নতি করা যেতে পারে তার পরিকল্পনা গ্রহণ করতে বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল চত্বর ঘুরে দেখেন তিনি। সেইসঙ্গে রোগী কল্যাণ সমিতির বৈঠকও করেন। সেখানে হাসপাতালের কীভাবে উন্নতি ঘটানো হবে তার রূপরেখা তৈরি হয়। ঠিক হয় হাসপাতালে বন্ধ হয়ে থাকা মেল ওয়ার্ড শীঘ্রই চালু করা হবে।
আরও পড়ুন – পূর্ব বর্ধমানে প্রচারে করোনা সচেতনতা
এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। তাঁর উদ্যোগেই দ্রুত চালু হয়ে যাচ্ছে মেল ওয়ার্ডটি। পাশাপাশি হাসপাতালের সামনের রাস্তা যাতে জলমগ্ন হয়ে না থাকে তার জন্য সংলগ্ন নিকাশি নালাগুলি নিয়মিত সাফাইয়ের কাজ শুরু হয়ছে। হাসপাতালে ঢোকার মুখে রাস্তাজুড়ে টোটো দাঁড়িয়ে থাকা বন্ধ করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের বেড সংখ্যাও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রানা চট্টোপাধ্যায় জানান, ‘‘বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের ওপর এলাকার বহু মানুষ নির্ভরশীল। এই হাসপাতালের আরও উন্নতির জন্য বেশকিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই এখানকার মেল ওয়ার্ডটি আমরা ফের চালু করছি। আরও কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেগুলি ধাপে ধাপে কার্যকর হবে। বেড সংখ্যাও বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে।’’