রোগীদের রেফার বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল

এই হাসপাতালে উন্নতমানের ওটি রুম রয়েছে। সেখানে প্রসূতিদের সিজার চালু করলে এই হাসপাতালে প্রসবের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : রোগীদের রেফার বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল। শনিবার বেলুড়ের এই রাজ্য সাধারণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। সেখানেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের অন্য হাসপাতালে রেফার বন্ধ করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এখানে সিজার চালু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগী হতে বলেন তিনি।

আরও পড়ুন-আসছে ‘অশনি’, শঙ্কায় দিঘা

এই হাসপাতালে উন্নতমানের ওটি রুম রয়েছে। সেখানে প্রসূতিদের সিজার চালু করলে এই হাসপাতালে প্রসবের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। এই মুহূর্তে এখানে একজন মাত্র স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক থাকায় সিজার বন্ধ রয়েছে। ফলে আউটডোরে অনেক প্রসূতি এলেও পরে অনেকেই অন্য হাসপাতালে চলে যান। প্রসূতিদের অন্য হাসপাতালে চলে যাওয়া রুখতে দ্রুত এখানে প্রসূতিদের সিজার চালুর ওপর বিশেষ জোর দেন ডাঃ রাণা চট্টোপাধ্যায়। পাশাপাশি এখানকার ইউএসজি মেশিনটি বিকল হয়ে পড়ে থাকায় অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করাতে বাধ্য হন।

আরও পড়ুন-জলকন্যা সায়নীর পরের লক্ষ্য কুক স্ট্রেইট

সমস্যার সমাধানে নিজের বিধায়ক তহবিল থেকে এই ইউএসজি মেশিনটি মেরামত করে দ্রুত চালুর ব্যবস্থা করার কথা জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রাণা চট্টোপাধ্যায়। তিনি জানান ‘হাসপাতালের পরিকাঠামো যথেষ্ট উন্নত। এখানে ছোটখাটো কয়েকটি বিষয়ের জন্য রোগীরা কিছু ক্ষেত্রে অন্য হাসপাতালে চলে যেতেন। সেই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া এখান থেকে রোগীদের অন্য হাসপাতালে রেফার করা হবে না।

Latest article