চিত্তরঞ্জন খাঁড়া
ডুরান্ড ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও প্রতিপক্ষ কোচের প্রশংসা আদায় করে নিল ডায়মন্ড হারবার। নর্থইস্ট ইউনাইটেডের চ্যাম্পিয়ন কোচ জুয়ান পেদ্রো বেনালিও স্প্যানিশ। পরপর দু’বছর তিনি কলকাতা থেকে ডুরান্ড নিয়ে গেলেন বাংলার দু’দলের মুখের গ্রাস কেড়ে নিয়ে। গতবার মোহনবাগান, এবার ডায়মন্ড হারবার। মাত্র তিন বছরের একটা ক্লাবের উল্কার গতিতে উত্থান দেখে অভিভূত নর্থইস্ট কোচ বললেন, ফাইনালে ৬-১ রেজাল্ট বড্ড বেশি। ম্যাচের ফল আমাদের পক্ষে ৩-১ হলে যথার্থ হত। ডায়মন্ড হারবার ভাল খেলেছে।
আরও পড়ুন-দিনের কবিতা
বেনালি যোগ করেন, ডায়মন্ড হারবার অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় ফুটবলে ছাপ রেখেছে। প্রথম সুযোগেই ওরা ফাইনাল খেলল। ডায়মন্ড হারবারকে খুব তাড়াতাড়ি আমি আইএসএলে দেখতে চাই। ট্রফি জয়ের স্বপ্ন বুকে নিয়ে মাঠে নামা ডায়মন্ড হারবার কোচ কিবু হতাশ ম্যাচের ফলে। ছ’বছর আগে মোহনবাগান কোচ হিসেবে ডুরান্ড ফাইনালে ট্রফি অধরা ছিল কিবুর। এবারও তাই। বলছেন, ৬-১ ফলটা দুর্ভাগ্যজনক। আমরা এতটা খারাপ খেলিনি। ১-৩ পিছিয়ে থাকার সময় ম্যাচে ফেরার সুযোগ ছিল। কিন্তু কাউন্টার অ্যাটাক এবং দু’দিকের বক্সে নর্থইস্ট দুর্দান্ত ছিল। ওরা সুযোগ কাজে লাগিয়েছে, আমরা পারিনি। অভিজ্ঞতা পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের আরও উন্নতি করতে হবে। ভারতীয় ফুটবল ক্যালেন্ডার নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন কিবু। ফাইনাল হারলেও ডায়মন্ড হারবারের প্রশংসায় পঞ্চমুখ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফাইনালে বড় ব্যবধানে হারলেও কৃতিত্ব কমে যাচ্ছে না, বলছেন তিনি। ক্রীড়ামন্ত্রীর কথায়, নর্থইস্ট যোগ্য দল হিসেবে জিতেছে। তবে ডায়মন্ড হারবার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের পর চতুর্থ প্রধান হওয়ার দিকে এগোচ্ছে।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…