সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : ‘‘বঙ্গ বিজেপি বিক্রি হয়ে গিয়েছে। এর নেপথ্যে রয়েছে এই রাজ্যেরই কিছু লোকজন। যাদের শিকড় দিল্লি অবধি ছড়িয়ে আছে।’’ ঠিক এভাবেই দলের নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন হাওড়ার বিজেপির আদি নেতারা। সম্প্রতি বিজেপির হাওড়া সদরের (Howrah BJP) ২৪ জনকে নিয়ে নতুন কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন অন্য দল থেকে আসা গোবিন্দ হাজরা, অনুপম ঘোষ, প্রতিমা দত্তের মতো নেতা-নেত্রীরা। গোবিন্দ ও প্রতিমাকে করা হয়েছে হাওড়া সদরের সহ সভাপতি। অনুপম হয়েছেন সম্পাদক। এই কমিটিতে স্থান হয়নি বিজেপির হাওড়া জেলার (Howrah BJP) তিনবারের সম্পাদক ও বিজেপির সংখ্যালঘু সেলের প্রাক্তন রাজ্য সম্পাদক জয়ন্ত দাসের। এছাড়াও রবীন ভট্টাচার্য, গৌতম গোস্বামী, মানস নাগের মতো একাধিক আদি বিজেপি নেতার নাম নেই ওই কমিটিতে। রাজ্য নেতৃত্ব সদরের নতুন ওই কমিটি প্রকাশ করতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। জয়ন্ত দাস বলেন, ‘‘চক্রান্ত করে এই রাজ্যে দলকে বিক্রি করে দেওয়া হচ্ছে। হাওড়া সদরের যে কমিটি হয়েছে সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম রয়েছে গোবিন্দ হাজরার। তার লোকজনের হামলায় ডোমজুড়ে আমাদের অনেক কর্মী আক্রান্ত হয়েছেন। দু-তিনজন প্রাণ হারিয়েছেন। এরকম লোকজনকেই দলে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর থেকেই কিছু লোকজন চক্রান্ত করে এই রাজ্যে দলকে বিক্রি করে দিতে চাইছে। আমরা সমস্ত ঘটনা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। পদক্ষেপ নেওয়া না হলে আমরা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ করব।’’ ইতিমধ্যেই বনগাঁর বিদ্রোহী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ক্ষোভ প্রশমন করতে আগামী সপ্তাহে দলের নেতৃত্ব তাঁর সঙ্গে বৈঠকে বসছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…