রাজ্যের এক বিজেপি (shame on BJP) নেতার বিপুল সম্পত্তির অবৈধ লেনদেনের অভিযোগ সামনে এসেছে। কিন্তু প্রশ্ন, এর বেলা ইডি-সিবিআই তদন্ত হবে তো? ভোট আসতেই কেন্দ্রীয় এজেন্সিগুলো কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে। হঠাৎ তারা নতুন করে সক্রিয়। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির এক নেতার বিরুদ্ধে যখন একশো কোটি টাকার সম্পত্তির অবৈধ লেনদেনের অভিযোগ, তখন অদ্ভুতভাবে নিশ্চুপ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ইডি-সিবিআই। ওই বিজেপি নেতার অবৈধ কারবার নিয়ে কোনও মাথাব্যাথা নেই কেন্দ্রীয় এজেন্সিগুলোর। সম্প্রতি ওই বিজেপি (shame on BJP) নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগের কপি হাতে নিয়ে সোশাল মিডিয়া পোস্টে গর্জে উঠলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি তোপ দেগেছেন, এখন কেন নিশ্চুপ ইডি-সিবিআই। কেন তারা সম্পূর্ণ বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে ওই বিজেপি নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ লেখেন, ইডি ও সিবিআইয়ের কাছে সম্প্রতি একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে এক বিজেপি নেতার ১০০ কোটি টাকার বেআইনি সম্পত্তি লেনদেনের কথা উল্লেখ রয়েছে। কুণাল ঘোষের দাবি, অভিযোগ যদি সত্যি হয়, তাহলে যেন ইডি-সিবিআই যথাযথভাবে তদন্ত করে।
তাঁর কথায়, পুজোর ঠিক আগে ইডি অতিসক্রিয়। আর এর মাঝেই বিজেপি নেতার একশো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ প্রকাশ্যে এল। এবার ব্যবস্থা নিক কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন- রবীন্দ্র-নজরুলের বাংলা ভাষার অপমান মানব না, শ্রদ্ধা জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…