আর বৈঠকে অংশগ্রহণ করবেন না, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রীর

Must read

নীতি আয়োগের বৈঠকে বাংলার বঞ্চনা নিয়ে কথা বলতেই বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মাইক বন্ধ করে দেওয়া হল। রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে চূড়ান্ত অপমান করা হল। প্রতিবাদে শনিবার মিটিং থেকে বয়কট করেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রীর। বৈঠক থেকে বেরিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন, আর কখনও এই বৈঠকে অংশগ্রহণ করবেন না।

ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,” আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। অন্যদের ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।”

আরও পড়ুন- প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগেই জানিয়েছিলেন তিনি বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন। সেই কথা অনুযায়ী তিনি সরব হলেনও। কিন্তু তাঁর কথা শোনা হল না। মাইক বন্ধ করে তাঁকে অপমান করা হল। এর আগে বিরোধী জোট ইন্ডিয়ার ৭ জন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই বৈঠক বয়কট করেছে।

Latest article