‘ভারত কুমার’-এর প্রয়াণে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী

Must read

বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমারের (Manoj Kumar) প্রয়াণে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তাঁকে ‘ভারত কুমার’-ও বলা হত, তাঁর মাতৃভূমির প্রতি যে ভালোবাসা তা তিনি ছবিতে ফুটিয়ে তুলতেন। তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।”

শুক্রবার সকাল ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে অভিনেতার। শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন-বল না ঘুরলেও বৈভবে বাজিমাত

কুড়ি বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন মনোজ (Manoj Kumar)। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুমনাম’ সিনেমায় তাঁর অভিনয় আজও অনুরাগীদের বিশেষ পছন্দের তালিকায় রয়েছে। মনোজ অভিনীত ‘কাচ কি গুড়িয়া’, ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মওকান’ বহুল প্রশংসিত।১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পান মনোজ, ১৯৯৯-তে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পান বর্ষীয়ান অভিনেতা। ২০০৪ সাল থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

Latest article