নেপালি কবি ভানুভক্তের জন্মদিনে শ্রদ্ধা বাংলার মুখ্যমন্ত্রীর

Must read

বিখ্যাত ভানুভক্ত আচার্যের (Bhanubhakta Acharya) জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর পালিত হয় ভানু জয়ন্তী। তিনি প্রথম নেপালি কবি হিসেবে গণ্য ছিলেন। নেপালি ভাষায় মহাকাব্য রামায়ণ অনুবাদ করেছিলেন তিনি। আজ পালিত হচ্ছে তাঁর ২১১তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “নেপালি ভাষার কবি ভানুভক্ত আচার্যকে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নেপালি সাহিত্য ও সমাজে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি সর্বদা শ্রদ্ধার সঙ্গে থাকবেন।”

নেপালি ভাষার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তিনি (Bhanubhakta Acharya) আদিকবি নামে পরিচিত। বিশ্বের দরবারে তিনি নেপালি ভাষার গুরুত্ব তুলে ধরেন। দার্জিলিং, নেপাল, সিকিম, ভুটান ও মায়ানমারের মতো দেশে বিশেষ সাড়ম্বরে পালিত হয় ভানু জয়ন্তী।

আরও পড়ুন- ফের ভোগান্তি যাত্রীদের, হাওড়া ডিভিশনে বাতিল হাফ ডজন লোকাল

Latest article