ইন্ডিয়ার মুখ হোন বাংলার মুখ্যমন্ত্রী, আওয়াজ উঠল বিরোধী জোটের শিবির থেকেই

Must read

প্রতিবেদন : ইন্ডিয়া (INDIA) জোটের দূত হোন তৃণমূল নেত্রী। জোটের চালিকাশক্তি হিসেবে বাংলার মুখ্যমন্ত্রীর ওপরই ভরসা রাখছে শিবসেনা। শুক্রবার সম্প্রচারিত হওয়া একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে তিনি এই জোটের নেতৃত্ব দিতে প্রস্তুত। বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে নেতৃত্বের এই ইচ্ছাপ্রকাশের পরই তাঁকে সমর্থন জানিয়েছে শিবসেনা। প্রয়োজনে কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। একের পর এক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে লড়াই করে পরাজয়ের মুখে ইন্ডিয়া জোট। যেসব রাজ্যে বিধানসভায় জয় এসেছে সেখানে মূল ভূমিকা নিয়েছে আঞ্চলিক দলগুলি। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে, তিনি ক্ষোভের সুরে জানান, তাঁকে এই জোটে অনেকেই পছন্দ করেন না। তবে দায়িত্ব পেলে তিনি বাংলায় বসেই ইন্ডিয়া (INDIA) জোট পরিচালনা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তাঁকে ইন্ডিয়ার নেত্রী হিসাবে সমর্থনের পথে শিবসেনা। উদ্ধব গোষ্ঠীর মুখপাত্র জানান, আমরা সবাই চাই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রধান দূত থাকুন। আমাদের সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল ও শিবসেনা একসঙ্গেই রয়েছি। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গেও এনিয়ে কথা চলছে, তিনিও এই মতকে সমর্থন করেন।

আরও পড়ুন- সংখ্যালঘু নিপীড়ন, ডুয়ার্স উৎসবেও রাখা হচ্ছে না বাংলাদেশকে

Latest article