খুলল বাংলার শিক্ষা পোর্টাল সঙ্গে বর্ধিত ডিএ

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হল যোগ্য-অযোগ্যের তালিকা। বুধবার দুপুরে সরকারি পোর্টালে তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষকদের নাম জানানো হয় রাজ্যের তরফে। সুপ্রিম নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে। এদিন যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করার পর দেখা গেল, এথেনিয়াম ইনস্টিটিউটের একজন শিক্ষকের নাম ছিল সেই বাতিলের তালিকায়। কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ হতে সেই তালিকায় এই স্কুলের শিক্ষকের নাম দেখা গেল।

আরও পড়ুন: জঙ্গিপুর : বিজেপির মিথ্যাচারের পাল্টা জবাব দেবাংশুর

রাজ্য সরকার পাশে রয়েছে ২০১৬ এসএসসি চাকরিহারা শিক্ষক সমাজের। তার জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা দ্রুত তৈরিতে টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পদক্ষেপেই এবার প্রকাশিত হল যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তালিকা।
সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যোগ্য-অযোগ্য নির্বাচন সম্ভব। তা সত্ত্বেও ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এবার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা পেশ করে রাজ্য সরকার স্পষ্ট করে দিল তাঁদের অবস্থান।
এদিকে অনেকেই অভিযোগ তুলছিলেন বাংলার শিক্ষা পোর্টাল খুলছে না। তার ফলে বাতিল হওয়া শিক্ষকরা বেতন পাবেন কিনা তা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। কিন্তু আসল বিষয় হল যেহেতু রাজ্যের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে তাই সে সংক্রান্ত কাজ চলার ফলে পোর্টাল কিছুদিন বন্ধ ছিল। বাংলা শিক্ষা পোর্টালে একাধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। এবার থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আর পোর্টাল খুলবে না। লগ ইন করতে গেলেই এখন আসবে একটি ওটিপি। আর এই ওটিপি আসবে প্রধান শিক্ষকদের কাছে। এবার থেকে এই প্রধান শিক্ষকরাই যাবতীয় তথ্য আপলোড করবেন এই পোর্টালে।

Latest article