প্রতিবেদন : বিজয় হাজারে (vijay hazare trophy) ট্রফির গ্রুপ লিগ থেকেই বিদায় নিল বাংলা। গ্রুপের শেষ ম্যাচে তারা উত্তরপ্রদেশের কাছে ৫ উইকেটে পরাস্ত হল। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের পর অভিমন্য ঈশ্বরণরা ব্যর্থ হলেন হাজারে ট্রফিতে এসেও। সাদা বলের জোড়া টুর্নামেন্টে ব্যর্থতার পর সামনে শুধু রঞ্জি ট্রফি।
উত্তরপ্রদেশ এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের অপরাজেয় দল। তারা এদিন টসে জিতে বাংলাকে ব্যাট করতে দিলে তারা ৪৫.১ ওভারে অল আউট হয়ে যায় ২৬৯ রানে। সুদীপ কুমার ঘরামি ১০৬ বলে ৯৪ রান করেছেন। এছাড়া শাহবাজ আমেদ ৫৪ ও আকাশ দীপ ৩৩ রান করেছেন। কিন্তু বাংলাকে সমস্যায় ফেলেছে টপ অর্ডার ব্যথতা। ওপেনার করণ লাল ৫, অভিমন্যু ২৮, অনুষ্টুপ ১৩, শাকির হাবিব গান্ধী ১৭, বিশাল ভাটি ১৫, মহম্মদ শামি ১০ ও অঙ্কিত মিশ্র ১ রানে আউট হয়ে যান। জিশান আনসারি ৩টি উইকেট নিয়েছেন। দুটি উইকেট বিপ্রোজ নিগম ও করণ চৌধুরির। একটি নেন রিঙ্কু সিং।
আরও পড়ুন-শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় : অভিষেক
উত্তরপ্রদেশ এই রান ৪২.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে নিয়েছে। জাতীয় দলে খেলা দলের দুই তারকা ধ্রুব জুরেল ও রিঙ্কু ব্যাট হাতে দলকে নির্ভরতা দিয়েছেন। জুরেল ৯৬ বলে ১২৩ রান করেছেন। রিঙ্কু নট আউট থেকে যান ৩৭ রানে। এছাড়া আরিয়ান জুয়াল ৫৬ রান করেছেন। বোর্ডে বড়সড় রান তুলতে না পারলে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হয়। এদিন বোলাররা সেটা পারেননি। জুরেল ও জুয়াল যখন ২২ গজে ছড়ি ঘোরাচ্ছেন তখন তাঁদের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া যায়নি। শামি ৭ ওভারে ৫৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন আকাশ দীপ, অঙ্কিত মিশ্র ও রোহিত। শাহবাজ, করণ ও বিশাল কোনও উইকেট পাননি। মরশুম শুরুর বহু আগে প্রস্তুতি শুরু করেও বাংলার ঘরে সাফল্য আসছে না। বিশেষ করে পুরুষদের সিনিয়র স্তরের ক্রিকেটে। সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি হিসাবে পুনরায় ফিরে আসার পরও ছবি অপরিবর্তিতই রয়েছে। রঞ্জিতে কিছু করতে না পারলে বাংলার ভাঁড়ার এবারও শূন্য থাকবে। ২৩ তারিখ থেকে বাংলার খেলা রয়েছে সার্ভিসেসের সঙ্গে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…