কুৎসা, অপপ্রচার সবই অতীত। বাংলার মাটিতে ফের উড়ল তৃণমূলের পতাকা। দলের নির্দেশে আনুষ্ঠানিক বিজয় উৎসব না হলেও উল্লসিত নেতা-কর্মীরা। উপনির্বাচনে তৃণমূল ৬-এ ছয়। বিরোধীদের অ্যাকাউন্টে শুধুই শূন্য। গত কয়েক মাস ধরে চলা যাবতীয় অপপ্রচারের মোক্ষম জবাব দিয়েছে বাংলার আমজনতা।
আরও পড়ুন-ছুটির দুপুরে ভৈরব বিসর্জনের শোভাযাত্রায় উচ্ছ্বাসের চেনা ছবি
রাতদখল থেকে দ্রোহ— সব চক্রান্ত উড়িয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁদের আস্থা, ভরসা এখনও অটুট। যাঁরা বলছে ছাব্বিশে ক্ষমতায় আসবে সেই বিজেপিকে বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাম-কংগ্রেস জামানত হারিয়ে অস্তিত্বের লড়াই করছে। সব মিলিয়ে মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকারের উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থসাথী ও কন্যাশ্রী-র মতো সামাজিক প্রকল্পের হাত ধরেই ফের রাজ্যে তৃণমূলেরই জয়জয়কার। জয়ের পর সে-কথাই উঠে এল প্রার্থীদের গলায়।