প্রতিবেদন : সন্তোষ ট্রফির মূলপর্বে খেলতে রবিবার বিকেলে ডিব্রুগড় পৌঁছে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন বাংলা। সোমবার সকালে স্থানীয় ইউনিভার্সিটি গ্রাউন্ডে অনুশীলন করে সঞ্জয় সেনের দল। মাঠে বাউন্স একটু বেশি ছিল। বাংলার (Bengal) কোচ চাইছিলেন একটু চ্যালেঞ্জিং পরিবেশে প্রস্তুতি নিতে। সেই মতোই অসম ফুটবল সংস্থার তরফে এই মাঠ দেওয়া হয়। তবে মাঠ নিয়ে কোনও অভিযোগ নেই বাংলা শিবিরে। তবে হোটেল থেকে ম্যাচ ভেনু অনেকটাই দূরে। সেটাই কিছুটা চিন্তা দলের।
কোচ সঞ্জয় সেন ফোনে বললেন, আমরা সব ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। ঘণ্টা খানেক অনুশীলন করেছে ছেলেরা। ম্যাচ যেখানে খেলব, সেই মূল মাঠ আমরা এখনও দেখিনি। তবে এদিনের অনুশীলনের মাঠ নিয়ে কোনও অভিযোগ নেই। বুধবার বাংলার প্রথম ম্যাচ নাগাল্যান্ডের বিরুদ্ধে। দুপুর দুটোয় ম্যাচ। বেশ গরম থাকবে। কলকাতার থেকে আবহাওয়া সম্পূর্ণ আলাদা। তাই মঙ্গলবার ম্যাচ-টাইমে অনুশীলন করতে পারে বাংলা (Bengal)।
আরও পড়ুন-রহস্যে মুড়বে নন্দন, শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব
ডিব্রুগড়ে যে হোটেলে রয়েছে বাংলা দল, সেখানে ব্যবস্থাপনায় খুশি কোচ, ফুটবলাররা। প্রায় পাঁচতারা সুবিধা রয়েছে। ফলে সুযোগ-সুবিধায় সন্তুষ্ট দল। টিম মিটিংয়ে সরকারিভাবে সন্তোষে বাংলার অধিনায়ক হিসেবে রবি হাঁসদার নাম ঘোষণা করেছেন কোচ সঞ্জয়। গতবার বাংলার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন রবি। ১২ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট।

