প্রতিবেদন : সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আগেই একদফা ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে । এবার দ্বিতীয় দফায় এরকম চল্লিশ হাজার কৃষককে চলতি মাসেই ‘বাংলা শস্যবিমা’ প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। এই দফায় কৃষকদের একুশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে । টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এর আগে প্রথম দফায় সমসংখ্যক কৃষককে উনিশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। গত বছর এই প্রকল্পে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার পরিমাণ ছিল ১০৬ কোটি টাকা।
আরও পড়ুন : ত্রিপুরায় এবার মা দুর্গার রূপে নামবেন মহিলারা, বিজেপিকে হারাবেই তৃণমূল
কৃষকদের জন্য রাজ্য সরকার ‘বাংলা শস্যবিমা’ চালু করেছে ২০১৯ সালে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা যাতে যথোপযুক্ত ক্ষতিপূরণ পান সেই উদ্দেশ্যেই এই বিমা চালু করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প। প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। ২০২০ সালের খারিফ মরশুমে ৬৩ লক্ষ ২২ হাজার কৃষক এর আওতায় এসেছেন। বিমার সুবিধা পেয়েছেন ৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন। ২০২০ সালের রবি মরশুমে ৫৩ লক্ষ কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। সব মিলিয়ে গত বছর শস্যবিমা খাতে কৃষি দফতর ১০৬ কোটি ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।