এই নিয়ে পঞ্চমবার! জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আজ রাজ্য সরকারের ফের বৈঠক

Must read

আর জি করের আন্দোলনরত (Doctor Agitation) জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকার আজ, সোমবার ফের বৈঠকে ডেকেছে। মুখ্যসচিব মনোজ পন্থ বিকেল পাঁচটার সময় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে বসার আহ্বান জানিয়ে জুনিয়র ডাক্তারদের সংগঠনকে চিঠি দিয়েছেন। এই নিয়ে পঞ্চম বার রাজ্য সরকারের তরফে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হল।

রাজ্য সরকারের তরফে বৈঠকে বসার জন্য এটাই শেষ প্রচেষ্টা বলেও চিঠিতে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে আজকের বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কিছুই করা হবে না। তবে বৈঠকের মিনিটস তৈরি করে তা ডাক্তারদের দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে চিঠিতে।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে শুকোচ্ছে না মূর্তি, সমস্যায় মৃৎশিল্পীরা

গত শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রস্তাবিত বৈঠকে দীর্ঘ আলোচনার পর আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দল ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং এর দাবি ছাড়াই শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হয়েছিল। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী ও সরকারি কর্তারা সেদিন আর বৈঠকে বসতে রাজি হননি।

Latest article