প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শিক্ষার প্রগতি এক স্বতন্ত্র মাত্রা পেয়েছে। সমস্ত রাজ্যকেই পিছনে ফেলে দ্রুত এগিয়ে চলেছে রাজ্য। কেন্দ্রের বঞ্চনা কোনওভাবেই গতিরোধ করতে পারেনি শিক্ষাক্ষেত্রে রাজ্যের অগ্রগতির। মঙ্গলবার বিধানসভায় শিক্ষাক্ষেত্রে বাজেটে ব্যয়বরাদ্দের প্রস্তাবের উপরে আলোচনার জবাবি ভাষণে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ৩ দশকের বামশাসনে শিক্ষাক্ষেত্রে রাজ্যের চরম বিপর্যয়ের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, বাম সরকারের ভ্রান্ত নীতি ৩টি প্রজন্মকে নষ্ট করে দিয়েছে।
আরও পড়ুন-পুলিশকে জানিয়ে এবার দিতে হবে বাড়ি ভাড়া
কিন্তু ২০১১তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখতে পেল বাংলার শিক্ষাজগৎ। ১২ বছরে ১৯টা বিশ্ববিদ্যালয় হয়েছে। ১১ বছরে রাজ্য পেয়েছে ৩৪টা সরকারি স্কুল। সব ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেশের মধ্যে দৃষ্টান্ত। গুজরাত, অসম, ত্রিপুরার উদাহরণ তুলে ধরে শিক্ষামন্ত্রীর মন্তব্য, ওরা টাকা নিয়ে ব্যবহার করতে পারেনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পেরেছেন। শিক্ষাক্ষেত্রে অর্থবরাদ্দে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের তীব্র সমালোচনা করেন তিনি। শিক্ষা বিষয়ক আলোচনায় বিরোধীরা অংশ না নেওয়ায় তীব্র কটাক্ষ করেন তিনি।