রাজকোটে কাল বাংলা-বিদর্ভ

রঞ্জিতে বিরতির আগে পর্যন্ত ফল আশানুরূপ নয়। মুস্তাক আলিতে পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ইশান কিশানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে।

Must read

প্রতিবেদন : রঞ্জিতে বিরতির আগে পর্যন্ত ফল আশানুরূপ নয়। মুস্তাক আলিতে পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ইশান কিশানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলা সেরা দল নিয়ে নেমেও সাফল্য পায়নি। কাল শুরু হচ্ছে ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি। এবার অভিমন্যু ঈশ্বরণরা ঘরোয়া টুর্নামেন্টে কেমন করেন সেটাই দেখার।
সোমবার রাজকোটে পুরোদস্তুর প্র্যাকটিস করেছেন বঙ্গ ক্রিকেটাররা। বুধবার তাদের প্রথম ম্যাচ বিদর্ভের সঙ্গে। বিদর্ভ যথেষ্ট শক্তিশালী দল। রজত পাতিদার এই দলের নেতৃত্বে আছেন। চন্দ্রকান্ত পন্ডিতের কোচিংয়ে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে প্রচুর সাফল্য আছে তাদের।

আরও পড়ুন-গ্রিন হাউসে গন্ডগোল

তবে বাংলা এবার পুরো শক্তির দল নিয়ে হাজারে ট্রফিতে খেলবে। যা রঞ্জিতে হয়নি। তরুণদের মধ্যে অনূর্ধ্ব ১৯-এ ভাল খেলা চন্দ্রহাস দাসকে এই দলে রাখা হয়েছে। দলে আছেন উইকেটকিপার সুমিত নাগ, রবি কুমারের মতো উঠতিরাও। সুযোগ পেলে এরা কেমন করেন দেখতে হবে। এলিট পর্যায়ে বাংলার গ্রুপে রয়েছে বিদর্ভ, বরোদা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, অসম, হায়দরাবাদ ও উত্তরপ্রদেশ। গ্রুপ পর্যায়ে অভিমন্যুদের শেষ ম্যাচ ৮ জানুয়ারি। অভিমন্যু ছাড়াও এই দলে রয়েছেন অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ শমি, মুকেশ কুমার, আকাশ দীপ। সুতরাং বিদর্ভকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট।

Latest article