গুয়াহাটিতে মুস্তাক আলি ট্রফি

Must read

কাল বাংলার সামনে ছত্তিশগড়

প্রতিবেদন : পাঁচদিনের কোয়ারেন্টিন শেষ করে মঙ্গলবার প্র্যাকটিসে নামলেন বাংলার ক্রিকেটাররা। সকালে বর্ষাপাড়ার মাঠে প্র্যাকটিসে গিয়ে রীতিমতো মুগ্ধ তাঁরা। অসাধারণ মাঠ। আরও অসাধারণ মাঠের প্র্যাকটিস ফেসিলিটি। ২০ ওভারের মুস্তাক আলি টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ এই মাঠেই খেলবেন সুদীপ চট্টোপাধ্যায়রা। কর্ণাটকের সঙ্গে বাকি ম্যাচটি হবে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে। মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটিতে ফোন করে জানা গেল, বৃহস্পতিবারের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত সুদীপের দল। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলছিলেন, ‘‘দারুণ প্র্যাকটিস হল আজ। বর্ষাপাড়া মাঠটা দারুণ। অনেকগুলি প্র্যাকটিস উইকেট। এমনকি কয়েকটি প্র্যাকটিস উইকেটের উপর শেডও রয়েছে। আছে লাইটের ব্যাবস্থাও। শুধু একটাই ব্যাপার হল, কলকাতায় ঠান্ডা পড়ে গেলেও গুয়াহাটিতে এখনও ঠান্ডার লেশমাত্র নেই।”

আরও পড়ুন : ধোনি সরতে চাইলেও ছাড়ছে না সিএসকে

বর্ষাপাড়া মাঠে বাংলার প্রথম চারটি ম্যাচের মধ্যে দুটি সকাল আটটা থেকে। বাকি দুটি সাড়ে বারোটা থেকে্। আর নেহরু স্টেডিয়ামের ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে বারোটায়। বৃহস্পতিবার প্রথম ম্যাচে বাংলার প্রতিদ্বন্দী ছত্তিশগড়। একসময় বাংলার হয়ে খেলা বীরপ্রতাপ সিং এই ম্যাচে তাঁর পুরনো দলের বিরুদ্ধে খেলবেন। জানা গেল, বীরপ্রতাপ ছাড়াও ছত্তিশগড়ের হয়ে খেলবেন একদা মুম্বইয়ের হয়ে খেলা আমনজিত খারে। তিন মাস ধরে প্রাক-মরশুম প্রস্তুতি সেরে সুদীপরা এই ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে নামছেন। সৌরাশিস বললেন, ‘‘ছেলেরা এবার অনেক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। আমাদের প্রস্তুতিও খুব ভাল হয়েছে। এবার শুধু মাঠে নেমে ভাল খেলার অপেক্ষা।”

Latest article