কার্তিকদের কাছে হেরে বিপাকে বাংলা

Must read

প্রতিবেদন : বিজয় হাজারে ট্রফিতে ফের হার বাংলার। শনিবার তিরুবনন্তপুরমে তামিলনাড়ুর কাছে পর্যুদস্ত হল অরুণ লালের দল। গ্রুপে সব থেকে শক্তিশালী তামিলনাড়ু। এদিন সুদীপ, মুকেশরা কোনও লড়াই দিতে পারেননি দীনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দরদের বিরুদ্ধে। গ্রুপের তৃতীয় ম্যাচে ১৪৬ রানে হেরে গেল বাংলা।

টস জিতে এদিন ফিল্ডিং নেয় বাংলা। কিন্তু নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান তুলে সুদীপ চট্টোপাধ্যায়দের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তামিলনাড়ু। দীনেশ কার্তিক ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। বাবা ইন্দ্রজিৎ করেন ৬৪ রান। স্লগ ওভারে বাংলার বোলারদের তুলোধোনা করে মাত্র চার ওভারে প্রায় ৬০ রান তোলে তামিলনাড়ু। শাহরুখ খান মাত্র ১২ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দুই বঙ্গ পেসার মুকেশ কুমার ও আকাশদীপ সিং ৩ উইকেট নিলেও অনেক রান খরচ করেন। বাকি বোলাররাও ব্যর্থ।

আরও পড়ুন : আজাজের রূপকথার নেপথ্যে প্রাক্তন ভারতীয়

জবাবে বাংলার ব্যাটাররাও কোনও লড়াই দিতে পারেননি। ৩৯.১ ওভারে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। দলের হয়ে ওপেনার অভিষেক দাসের সর্বোচ্চ ৩০ রান। ডান হাতি পেসার রঘুপতি সিলামবারাসান একাই ৪ উইকেট নিয়ে বঙ্গ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন।

আর এক পেসার সন্দীপ ওয়ারিয়রের ঝুলিতে ২ উইকেট। এদিন দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ বাংলার কোচ অরুণ লাল। ফোনে জানালেন, ‘‘খুব খারাপ পারফরম্যান্স। আমি হতাশ। কোনও লড়াই দিতেই পারিনি। এই ব্যাটিং করে প্রায় তিনশো রান তাড়া করা যায় না। আমাদের কাজটা খুব কঠিন হয়ে গেল। এখন মুম্বই, কর্নাটককে হারাতেই হবে। তাহলেই আমরা নক আউটে যেতে পারব।’’ এদিকে, রবিবারই মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে হবে সুদীপদের। আরও এক কঠিন প্রতিপক্ষ। এই ম্যাচ হারলে পরের রাউন্ডে যাওয়ার আর কোনও সম্ভাবনা থাকবে না।

Latest article