সংবাদদাতা, হাওড়া: ‘মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে যেরকম কাজ হয়েছে, দেশের অন্য কোথাও তা হয়নি। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডারের মতো প্রকল্প দেশের মধ্যে একমাত্র এই রাজ্যেই রয়েছে। সারা বিশ্বে ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রকল্পগুলো। এমনকি নারীশিক্ষার প্রসারেও দেশের মধ্যে এগিয়ে রয়েছে এই রাজ্য।’ শুক্রবার আমতার তাজপুর এমএন রায় ইনস্টিটিউশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করতে এসে বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্কুলের ১২৫তম বর্ষপূর্তি এবং বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর মূর্তির আবরণ উন্মোচন এবং স্কুলের নবনির্মিত লাইব্রেরিকক্ষের উদ্বোধন করেন বিমান। ছিলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, বিধায়ক রাজা সেন, সুকান্ত পাল-সহ আরও অনেকে। উল্লেখ্য, এই স্কুলেই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বিমান বলেন, নারীশিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অপরিসীম।