দেশজুড়ে করোনা (Covid- Bengal) আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় তৎপরতা বাড়াল রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে, কীভাবে তার মোকাবিলা করা হবে, হাসপাতালগুলিতে চিকিৎসার পরিকাঠামো কী অবস্থায় রয়েছে, সব কিছুই খতিয়ে দেখতে শুরু করেছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: স্কুল পড়ুয়াদের গবেষণামুখী করার উদ্যোগ, চালু হচ্ছে ‘সামার প্রজেক্ট’
দেশে করোনার (Covid- Bengal) দ্রুত সংক্রমণ নিয়ে আজ সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই বৈঠকে করোনা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি হটস্পট চিহ্নিত করা এবং পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন তিনি। বৈঠকে তিনি আগামী ১০ ও ১১ এপ্রিল দেশ জুড়ে মক ড্রিল করার কথা জানান। সেইসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের হাসপাতালে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।
কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত এক সপ্তাহে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন গুণ বেড়েছে। গত সাত দিনে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত পয়লা এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন ২৯৯৪ জন। আর গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,০৫০ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫,৩৩৫। অর্থাৎ একদিনে আক্রান্তের হার বেড়েছে ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। কোভিড সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।