দেশে নারী-সুরক্ষায় এগিয়ে বাংলা

Must read

প্রতিবেদন : নারী-সুরক্ষায় বিজেপি-শাসিত রাজ্যগুলির থেকে অনেক বেশি সুরক্ষিত পশ্চিমবঙ্গ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য তুলে ধরে ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল। মহিলাদের জন্য ভারতের শীর্ষ দশটি সবচেয়ে বিপজ্জনক রাজ্যের তালিকায় রয়েছে বিজেপি-শাসিত এবং নিয়ন্ত্রিত রাজ্যগুলি। রয়েছে সিপিএম-শাসিত কেরলও। বাংলা সেখানে অনেক নিরাপদ। তৃণমূল মুখপাত্র কৃশানু মিত্র ফেসবুক বার্তায় এদিন সেই তথ্যই তুলে ধরলেন।

এনসিআরবির তথ্যে নির্ভয়া-কাণ্ডের পর দেশে যে-সমস্ত ধর্ষণ, যৌননির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে, তার রাজ্যভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল মুখপাত্র কৃশানু মিত্র ফেসবুক পেজে লেখেন, মহিলা সুরক্ষার ক্ষেত্রে, রাজ্য ও জাতি হিসেবে আমাদের পশ্চিমবাংলার অনেকটাই পথ চলা বাকি— এই কথাটা যেমন সত্যি, তেমনি ভারতের অন্যতম অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবাংলা ভারতের বাকি বড় রাজ্যগুলির তুলনায় অনেক বেশি সুরক্ষিত এবং মহিলাদের জন্য তুলনামূলক ভাবে নিরাপদ, এটাও বাস্তব। আমাদের মানদণ্ডে আমাদের অনেক উন্নতি করতে হবে ঠিকই, কিন্তু বাংলায় যারা রাজনৈতিক-বিরোধী, তাদের শাসিত বা নিয়ন্ত্রিত রাজ্যগুলির অবস্থা, মহিলা নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার হাল খুবই করুণ। তাই সকল সমালোচনা মাথা পেতে নিয়ে একথাও সজোরে বলতে হবে, সিপিএম-শাসিত কেরল বা বিজেপি-শাসিত রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, হরিয়ানা, ওড়িশা বা মোদি-অমিত শাহর সরাসরি অধীনস্থ দিল্লির তুলনায় বাংলা অনেকটাই ভাল আছে।
তিনি এ-প্রসঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১২ সালে দিল্লিতে নির্ভয়াকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে ভারতে যে সমস্ত ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, তা তুলে ধরেন। মহিলাদের জন্য দশটি বিপজ্জনক রাজ্যের তালিকা দিয়ে কোথায় কত শতাংশ ধর্ষণের ঘটনা ঘটেছে তাও উল্লেখ করেন।

আরও পড়ুন- বিশ্ববাংলা শারদসম্মান

Latest article