দেশের প্রথম পাঁচ রাজ্যে বাংলাও

অর্থনৈতিক ভাবে উন্নত দেশের পাঁচটি রাজ্যের মধ্যে উঠে এল বাংলা। চলতি আর্থিক বছরে বাংলার শিল্প খাতে বৃদ্ধি হয়েছে ৭.৩%।

Must read

প্রতিবেদন: অর্থনৈতিক ভাবে উন্নত দেশের পাঁচটি রাজ্যের মধ্যে উঠে এল বাংলা। চলতি আর্থিক বছরে বাংলার শিল্প খাতে বৃদ্ধি হয়েছে ৭.৩%। যা জাতীয় গড় ৬.২ শতাংশের চেয়ে বেশি।

আরও পড়ুন-বর্ষার অসুখ বিসুখ

মঙ্গলবার সিআইই-এর লজিস-ইস্ট ২০২৫ অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ২০২৫ সালে জানুয়ারিতে জাতীয় বেকারত্বের হার যখন ৭.৯৩% তখন তা পশ্চিমবঙ্গে কমে হয়েছে ৪.১৪%। বাংলা এখন দেশের তৃতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক। প্রাক্তন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জানান, এ-বছরই রাজ্য এমএসএই-তে ঋণ দেওয়ার ক্ষেত্রে লক্ষ কোটি টাকা ছুঁয়েছে। ভবিষ্যতে বারাণসী থেকে কলকাতা এক্সপ্রেসওয়ে চালু হলে পণ্য পরিবহণে বিরাট সুবিধা হবে বলে জানান আলোচনাকারীরা।

Latest article