শিক্ষাক্ষেত্রেও বঞ্চনা বাংলাকে, স্পষ্ট হল কেন্দ্রীয় মন্ত্রীর তথ্যেই

মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের প্রশ্নের উত্তরে কেন্দ্র স্বীকার করে নিল, সমগ্র শিক্ষা যোজনা খাতে ২০২৪-২৫ বাংলার জন্য একটা টাকাও দেয়নি কেন্দ্র

Must read

প্রতিবেদন: শিক্ষাক্ষেত্রেও বাংলার বিরুদ্ধে বিজেপি এবং কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি বেআব্রু হয়ে পড়ল আরও একবার। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের প্রশ্নের উত্তরে কেন্দ্র স্বীকার করে নিল, সমগ্র শিক্ষা যোজনা খাতে ২০২৪-২৫ বাংলার জন্য একটা টাকাও দেয়নি কেন্দ্র। শুধু সমগ্র শিক্ষা যোজনা নয়, পিএম-শ্রী প্রকল্পেও বঞ্চনার শিকার বাংলা।

আরও পড়ুন-ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে মোদি সরকারকে

২০২৩-২৪ এবং ২০২৪-২৫ পরপর দু’টি অর্থবর্ষেই এই খাতায় বাংলার প্রাপ্তি শূন্য। তৃণমূল সাংসদ বাপি হালদার লোকসভায় লিখিত প্রশ্নে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, সমগ্র শিক্ষা যোজনায় বাংলা-সহ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য কেন্দ্র ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে কত টাকা দিয়েছে? বকেয়ার অঙ্কই বা কত? সুনির্দিষ্ট সময়সীমার কত টাকা দিতে বিলম্ব করেছে কেন্দ্র? মথুরাপুর লোকসভা এলাকার স্কুলগুলির পরিকাঠামো এবং মানোন্নয়নের লক্ষ্যে কোনও প্রস্তাব আছে কি না তাও জানতে চান তৃণমূল সাংসদ। এই প্রকল্প খাতে আটকে থাকা প্রায় ১৫০০ কোটি টাকা অবিলম্বে বাংলাকে মিটিয়ে দেওয়া হবে কি না সেই প্রশ্নও রাখেন সাংসদ বাপি হালদার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রীতিমতো অস্বস্তিতে পড়ে যান তৃণমূল সাংসদের প্রশ্নবাণে।

Latest article