প্রতিবেদন: পশ্চিমবঙ্গকে কীভাবে বারবার বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, আরও একবার তার প্রমাণ পেশ হল সংসদে৷ তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ বাপী হালদার লিখিত প্রশ্নের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিলেন ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা খাতে পশ্চিমবঙ্গকে কত টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
আরও পড়ুন-স্বাধীনতা দিবসে রাজধানীর নিরাপত্তায় এআই প্রযুক্তি
এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই প্রথমেই দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়া রাজ্যের দায়িত্ব৷ এর পরেই তাঁর দাবি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড বা এনডিআরএফ খাতে রাজ্যকে দেওয়া হয়েছে ৮৪ কোটি ৭৭ লক্ষ টাকা৷ এই একই খাতে ত্রিপুরাকে দেওয়া হয়েছে ১৮৬ কোটি ৪০ লক্ষ টাকা৷ আবার একই খাতে উত্তরপ্রদেশে পেয়েছে প্রায় ১৭৩ কোটি টাকা৷ কেন বিজেপি শাসিত রাজ্যগুলিকে এত বেশি টাকা দিয়ে পশ্চিমবঙ্গকে এত কম টাকা দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কোনও কথা বলেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ বেআব্রু হল প্রতিহিংসার রাজনীতি।