সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ নির্দেশে রাজ্যে শিক্ষার প্রগতির সাম্প্রতিকতম ছবি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রীতিমতো তথ্য দিয়ে ব্যাখ্যা করলেন কীভাবে উচ্চশিক্ষার পথ প্রসারিত হয়েছে বাংলায়। ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলা এখন দেশের প্রথম সারিতে। শিক্ষার মানোন্নয়ন এককথায় অভূতপূর্ব। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে ফকিরচাঁদ কলেজেরও মানোন্নয়ন রীতিমতো প্রশংসার দাবি রাখে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কলেজের উন্নয়নের ব্যাপারে বিশেষ যত্ন নিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কলেজের মানের উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন পড়ুয়ারা। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাঁদের বিশেষ যত্নশীল হওয়া দরকার।
আরও পড়ুন-আত্মহত্যা রুখতে মেট্রোয় প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমার শাসক অঞ্জন ঘোষ, ডায়মন্ড হারবার এসডিপিও মিথুন কুমার দে ও ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার সহ বিশিষ্ট শিক্ষাবিদরা। এদিন কলেজের একটি লেখা বই উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।