প্রতিবেদন : বিজেপি রাজ্যগুলিতে ভাষাসন্ত্রাস এবং বাংলাভাষীদের উপর একের পর এক আক্রমণ শুরু হয়েছে। কিন্তু সব সীমা ছাড়িয়ে গেল দিল্লি পুলিশ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে সরকারিভাবে চিঠি লিখে বঙ্গভবনের কাছে পাঠিয়েছে। ক্ষিপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা কোনও সাধারণ ভুল নয়। স্পষ্ট বোঝা যাচ্ছে পরিকল্পিত চক্রান্ত।
আরও পড়ুন-মনসুন ফ্লোয়ের জেরেই অতি-ভারী বৃষ্টি উত্তরে
উদ্দেশ্য, বাংলাকে অপমান করা। বাংলার ঐতিহ্যশালী সংস্কৃতিকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার নোংরা রাজনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। সরাসরি এটা সংবিধানের অষ্টম তফসিলের ৩৪৩ নম্বর ধারাকে উপেক্ষা করেছে। বাংলাদেশি বলে কোনও ভাষা নেই। বাংলাকে বিদেশি ভাষা বলার আসল লক্ষ্য হল বাংলাকে অপমান করা এবং আমাদের পরিচিতি ও সংস্কৃতিকে আক্রমণ করা। বাঙালিরা তাদের মাতৃভূমিতে বিদেশি নয়। আর এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী এবং জমিদার বলা হয়। এরা দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যকে সম্মান দেয় না। ভেদাভেদে বিশ্বাস করে। গোটা ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে অভিষেক বলছেন, তৃণমূল কংগ্রেস চায়, এখনই তদন্তকারী পুলিশ অফিসার অমিত দত্তকে সাসপেন্ড করা হোক। সেই সঙ্গে ক্ষমা চাক দিল্লি পুলিশ, বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা এবং বাঙালিরা ভারতীয়। বাংলা আমাদের গর্ব। আমাদের বাঙালি সত্ত্বাকে কেউ যদি আঘাত করে তাহলে বাঙালি তার শেষ দেখে ছাড়বে।