বঙ্গ

ঋণ পরিশোধেও দেশের মধ্যে এক নম্বরে বাংলা

প্রতিবেদন : রাজ্যের মুকুটে নয়া পালক। আর্থিক ঋণের বোঝা কমানোর ক্ষেত্রে দেশের মধ্যে সেরার স্বীকৃতি পেল বাংলা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইনান্স অ্যান্ড পলিসির (এনআইপিএফপি) রিপোর্ট। যে রিপোর্টে বলা হয়েছে, ২০১৫-র এপ্রিল থেকে ২০১৯-র মার্চ— টানা এই চার অর্থবর্ষে ঋণ কমানোর ক্ষেত্রে গোটা দেশে ১ নম্বর স্থান দখল করেছে বাংলা। ওই রিপোর্টে বলা হয়েছে, পরবর্তীকালে ঋণ বাড়লেও তার পরিমাণ ২০১৫-’১৬ অর্থবর্ষের থেকে কম। তবে সিপিএমের পুরনো বিপুল দেনার দায় এতটাই বেশি যে প্রতি ১০ টাকা আয়ের মধ্যে ২ টাকা চলে যাচ্ছে ধারের কিস্তি মেটাতে। এই রিপোর্টের পর নিশ্চিত ভাবেই মুখ পুড়ল বিরোধীদের। বিশেষ করে যেসব সিপিএমের নেতারা রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে টিভির পর্দায় ভাষণ দেন, তাঁদের জমানাতেই তাঁরা এত ঋণের বোঝা রেখে গিয়েছিলেন যে, সেই বোঝা এখনও বইতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে। এরপরেও কোন মুখে কথা বলবে সিপিএম!

আরও পড়ুন-সঞ্জীব-তীর্থঙ্করের ঘটনার পুনরাবৃত্তি, অপহরণ করে মুক্তিপণ দাবি, খুন দুই ছাত্র

ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইনান্স অ্যান্ড পলিসি, সংক্ষেপে এনআইপিএফপি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে থাকা স্বশাসিত একটি গবেষণা সংস্থা। সরকারের বিভিন্ন প্রকল্প ও তহবিলে অর্থ বরাদ্দ, কর কাঠামো, শুল্ক ব্যবস্থার মতো জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে গবেষণা ও সরকারের আর্থিক নীতি নির্ধারণের দিশা দেওয়াই এই সংস্থার কাজ।
দেশের ১৮টি রাজ্যের চলতি বছরের বাজেট পর্যালোচনা করে এনআইপিএফপি বলেছে, ২০১৫-’১৬ অর্থবর্ষ থেকে চার অর্থবর্ষে দেশের যে পাঁচটি রাজ্য জিডিপির তুলনায় ঋণ কমিয়েছে, তাদের মধ্যে বাংলা শীর্ষে। পাঞ্জাবে জিডিপির তুলনায় ঋণের পরিমাণ যেখানে বেড়েছে ১৫ শতাংশ, সেখানে ৩৩.৮৭ শতাংশ থেকে কমে বাংলার ঋণের ভার নেমে এসেছে ৩০.৮৮ শতাংশে। রাজ্যর অর্থ মূলত স্ট্যাম্প ডিউটি থেকে কর আদায় ব্যবস্থার আধুনিকীকরণ ও বিভিন্ন ক্ষেত্রে অনলাইন পদ্ধতি চালু করাই এর কারণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-কার সঙ্গে দেখা করেন শুভেন্দু? টাওয়ার লোকেশন খতিয়ে দেখুক সিবিআই

মঙ্গলবার এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা বারবার মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন যে, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছে তখন থেকেই ঋণজালে জড়িয়ে। কারণ, বাম সরকারের পরের পর ভুল আর্থিক নীতি এর জন্যয় দায়ী। এখন কেন্দ্রকেও মানতে হচ্ছে, তাদের রিপোর্টে বলতে হচ্ছে যে, ঋণ শোধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সফল। একেবারে উপরের দিকে রয়েছে। কিন্তু যেহেতু পুরনো ঋণের জালে জড়িয়ে রয়েছে, তাতে ঋণশোধ করেও লাভ নিতে পারছে না সরকার।

আরও পড়ুন-যুবভারতীতে এএফসি কাপের জোনাল সেমিফাইনাল, ডুরান্ড ভুলে সতর্ক মোহনবাগান

কুণালের সংযোজন, রাজ্যের আর্থিক কাঠামো অন্তঃসারশূন্য করে রেখে গিয়েছে বাম সরকার, আর বৈষম্য্মূলক আচরণের জন্য বাংলা থেকে প্রাপ্যা এক লক্ষ কোটি টাকার বেশি সেটা কেন্দ্র দিচ্ছে না। অর্থাৎ অতীতেত পাপ করে গিয়েছে সিপিএম, আর এখন পাপ করছে বিজেপি। এরা হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে কষ্ট দিয়ে নিজেদের রাগ মেটাচ্ছে। কুণালের কথায়, ঋণের পরিমাণ বেড়েছে। কারণ মানুষের সংখ্যাছ বেড়েছে। ফলে পরিষেবা-উন্নয়নের সংখ্যা যেমন বেড়েছে, তেমন আর মানুষের হাতে নগদ টাকা দেওয়া হচ্ছে। আর বাংলার প্রাপ্যম টাকা না দেওয়ার কেন্দ্রের প্রবণতা, বৈষম্য বাংলার মানুষকে ভুগতে হচ্ছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago