ইউপিকে সমীহ করছে বাংলা

ঝাড়খণ্ডকে উড়িয়ে দাপটে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করেছে বাংলা। বাছাইপর্বে সোমবার গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলবেন নরহরি শ্রেষ্ঠারা।

Must read

প্রতিবেদন: ঝাড়খণ্ডকে উড়িয়ে দাপটে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করেছে বাংলা। বাছাইপর্বে সোমবার গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলবেন নরহরি শ্রেষ্ঠারা। কল্যাণীতে প্রতিপক্ষ এবার উত্তরপ্রদেশ। প্রথম ম্যাচে তারা বিহারের কাছে লড়েও হেরেছে ১-২ গোলে। তবে উত্তরপ্রেদশকে হালকাভাবে নিচ্ছে না বাংলা। বরং ঝাড়খণ্ড ম্যাচের থেকেও আরও বেশি সতর্ক থেকে এই ম্যাচ খেলতে নামবে বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন-পুলিশি নিরাপত্তায় শান্তিপুরের ভাঙা রাসে উপচে পড়া ভিড়

প্রথম ম্যাচ চার গোলে জিতলেও এতটুকু আলগা মনোভাব দেখাতে চায় না দল। তাই ঝড়খণ্ড ম্যাচের পরদিনই অনুশীলনে ফুটবলারদের ভুলত্রুটি শুধরে দিলেন বাংলার কোচ সঞ্জয় সেন। গ্রুপ থেকে একটি দলই মূলপর্বে উঠবে। তাই কোনও ভুলের জায়গা নেই। ইসরাফিল দেওয়ান পুরো সুস্থ নন। তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সঞ্জয় সেন বলছিলেন, ‘‘উত্তরপ্রদেশ প্রথম ম্যাচ হারায় ওরা মরিয়া থাকবে আমাদের হারানোর জন্য। তাই আরও বেশি সতর্ক থেকে ম্যাচটা আমাদের খেলতে হবে। ভুললে চলবে না, ওরা বিহারের বিরুদ্ধে শুরুতে গোল করে এগিয়ে গিয়েও ম্যাচটা হেরেছে। তাই বাংলার বিরুদ্ধে নিশ্চয় ইউপি একই ভুল করতে চাইবে না। আমাদের সেরা খেলাটাই তুলে ধরতে হবে। গ্রুপ শীর্ষে থাকতে হলে জেতা ছাড়া রাস্তা নেই।’’

Latest article