বঙ্গ

আবারও দেশের সেরা বাংলা

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার নিরিখে নভেম্বর মাসেও সমস্ত রাজ্যকে ছাপিয়ে দেশের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহারের মতো রাজ্যগুলিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার অনেক পিছিয়ে রয়েছে। পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে আমরা জোরকদমে কাজ করছি।’
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গেছে, নভেম্বর মাসে এই রাজ্যের গ্রামীণ এলাকায় ২ লক্ষ ৪০ হাজার ৯৪৩টি বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। দেশের আর কোনও রাজ্য নভেম্বর মাসে ২ লক্ষের গণ্ডি ছাড়াতে পারেনি। বিজেপিশাসিত গুজরাটে নভেম্বর মাসে মাত্র ২১৮৪৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজস্থানে ৩২৮৩৯, উত্তরপ্রদেশে ৩২৯৯৪, মধ্যপ্রদেশে ১ লাখ ২৯ হাজার ৮১৮, ওড়িশায় ১ লাখ ৪৮ হাজার ২২৭টি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পাঁচ গোলের লজ্জার হার বাগানের

গত মাসে দ্বিতীয় স্থানে ছিল তামিলনাড়ু। সেখানে ১ লাখ ৯৫ হাজার ৭টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়। তৃতীয় স্থানে কর্ণাটক। ১ লাখ ৭৪ হাজার ৬০১টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কারণে। বিজেপিশাসিত গুজরাট রয়েছে ১৫তম স্থানে। দ্বাদশ ও ত্রয়োদশ স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ ও রাজস্থান। বিহার ১৪তম স্থানে, মধ্যপ্রদেশ ৬ষ্ঠ ও কেরল ৭ম, ছত্তিশগড় ৮ম ও ঝাড়খণ্ড ৯ম স্থানে রয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসেও গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে দেশের প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেও দেশের সেরার শিরোপা পেল এই রাজ্য। উল্লেখ্য, ‘জলস্বপ্ন’ প্রকল্পে রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

13 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

22 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

47 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago