প্রতিবেদন : নিন্দুকদের মুখে ছাই! ২০২৫ সালে গড় মাসিক আয়ের (West Bengal_Salary) নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বুকে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেখানে বাংলা-বিদ্বেষীদের সব চক্রান্ত ভেস্তে দিয়ে চলতি বছর গড় মাসিক আয়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal_Salary)।
সম্প্রতি ক্লিয়ারট্যাক্স ও আপসার্জ নামে দুই বেসরকারি সংস্থার তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে বাংলায় গড় মাসিক আয় ২০,২১০ টাকা। বাংলার আগে শুধুমাত্র রয়েছে উত্তরপ্রদেশ (২০,৭৩০ টাকা)। এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (২০,২১০ টাকা)।
আরও পড়ুন- উদ্দেশ্যপ্রণোদিতভাবে বয়স্কদের হয়রানি করা হচ্ছে, CEO দফতরে চিঠি দেওয়ার পর অভিযোগ তৃণমূলের

