বঙ্গ

ডাবল ইঞ্জিন যোগীরাজ্যের থেকে শত যোজন এগিয়ে বাংলা : কাফিল

প্রতিবেদন : ডাবল ইঞ্জিনের যোগীরাজ্যের থেকে বাংলার স্বাস্থব্যবস্থা কয়েক যোজন এগিয়ে। পরিকাঠামো থেকে আধুনিক সরঞ্জাম— সবক্ষেত্রেই উত্তরপ্রদেশকে টেক্কা দিতে পারে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পরিকাঠামো তৈরি করেছেন, তা কেন্দ্রের সার্বিক সহায়তা পেয়েও করতে পারেনি উত্তরপ্রদেশের সরকার। শনিবার মৌলালি যুবকেন্দ্রে দেশ বাঁচাও গণ মঞ্চের কনভেনশনে হাজির হয়ে বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালের এনসেফ্যালাইটিস ওয়ার্ডের প্রাক্তন চিকিৎসক কাফিল খান সোজাসাপ্টা জানিয়ে দিলেন সে কথা।

আরও পড়ুন-মোদির ফাঁকা বুলিতে শুধুই আত্মপ্রচার, নীরব মণিপুর

যোগীরাজ্য গোরক্ষপুরের বাসিন্দা ডা. কাফিল খানের কথায়, জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো থেকে শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের যন্ত্রপাতি সবক্ষেত্রেই যোগী আদিত্যনাথের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগিয়ে। তিনি নিজের পকেটের টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে প্রাণ বাঁচিয়েছিলেন অগুনতি শিশুর। তবুও মেলেনি পুরস্কার। উল্টে যোগী আদিত্যনাথের সরকার তাঁকে হাসপাতাল থেকে সরিয়ে দিয়েছিল। বিগত ছ’বছরে তিনবার জেল খাটতে হয়েছে তাঁকে। ডা. কাফিল খানের কথায়, যোগী আদিত্যনাথের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। আমরা দু’জনেই গোরক্ষপুরের বাসিন্দা। ডা. কাফিল খান আরও বলেন, অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনও প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি উত্তর প্রদেশ সরকার। ধর্মীয় বিভাজনের খেলায় নির্বাচন জেতে।

আরও পড়ুন-যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে মোদি সরকার, লোকসভায় তোপ দাগলেন সৌগত

সারা ভারতের ডাক্তারি পরীক্ষায় ত্রিশতম স্থান অধিকার করা ডা. কাফিল খান এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কলকাতার স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত। আরও উন্নত করে তুলতে সচেষ্ট মুখ্যমন্ত্রী। সেইমতো শহরের মতো জেলাতেও সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলছে বাংলার সরকার। এদিনের কনভেনশনে দাবি তোলা হয়, শিক্ষার মতো স্বাস্থ্যকে আমজনতার প্রধান দাবি হিসেবে মান্যতা দিতে হবে। সম্প্রতি আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর রাস্তায় নেমে একদল চিকিৎসক যেভাবে আন্দোলন করেছেন, তার কোনও সারবত্তা নেই। বাম আমলে জনস্বাস্থ্যের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল ডাক্তাররা। আশির দশকে বামফ্রন্ট সরকার পুলিশ দিয়ে সেই আন্দোলন দমিয়েছিল। আর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের ধর্নামঞ্চে যান। চিকিৎসকদের প্রতি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে তিনি পাশে দাঁড়ান। সমস্যার সমাধান করেন। বাংলা আর পিছিয়ে থাকবে না। বাংলায় যা হয়নি, আগামীদিনে তা হবে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ দোলা সেন, প্রাক্তন মন্ত্রী পুর্নেন্দু বসু, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, চিকিৎসক শান্তিরঞ্জন দাশগুপ্ত, ডা. সিদ্ধার্থ গুপ্ত।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago