প্রতিবেদন : অপদার্থ-অশিক্ষিত-অপোগণ্ড বিজেপি। ঋষি বঙ্কিমচন্দ্রের মতো মনীষীকে ভরা সংসদ অধিবেশনে ‘দাদা’ বলে সম্বোধন প্রধানমন্ত্রীর। এমন মারাত্মক ভুলের দুদিন পরও ক্ষমা চাননি নির্লজ্জ নরেন্দ্র মোদি। উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ‘বন্দে মাতরম্’ আলোচনাকে বিজেপির মিডিয়া সেলের তরফে জোর করে তুলে ধরার চেষ্টা চলছে। প্রমাণ করার চেষ্টা চলছে, আদতে বিজেপি কতটা বঙ্কিম-প্রেমী! কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) মতো মহাপুরুষকে অপমানের মধ্যে দিয়ে দেশের সব মনীষীকেই অপমান করা হয়েছে বলেই প্রতিবাদে গর্জে উঠেছেন বঙ্কিম-প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়। সংসদে যেভাবে ‘বন্দে মাতরম্’-এর স্রষ্টাকে ‘বঙ্কিমদা’ বলে অপমান করেছেন নরেন্দ্র মোদি, তা নিয়ে সরব হয়ে বঙ্কিম-প্রপৌত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই উক্তিতে লজ্জিত, দুঃখিত, রাগ— তিনটেই হচ্ছে। জানি না কেন বলেছেন উনি। এটা নিয়ে যত বলব তত বিতর্ক। ওঁদের ছোট করার ক্ষমতা আমাদের নেই। যদি ভুল করেও ছোট করে ফেলি, সেই ক্ষমতাও আমাদের নেই। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ বা যেকোনও মনীষীকে ছোট করা বা নাম ধরে ডাকা বা ‘দাদা’ সম্বোধনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু প্রধানমন্ত্রীর ‘বঙ্কিমদা’ সম্বোধনেই ঘটনার শেষ নয়। সংসদে বিজেপির মন্ত্রী গজেন্দ্রসিং শেখাওয়াত ‘বন্দে মাতরম্’ নিয়ে আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) নামই ভুল বললেন! ‘বঙ্কিমচন্দ্র’র বদলে তাঁর অশিক্ষিত মুখ থেকে বেরয় ‘বঙ্কিমদাস’! তীব্র ক্ষোভ প্রকাশ করে সজল চট্টোপাধ্যায়ের দাবি, এটা বিজেপির অজ্ঞতা। তিনি স্পষ্ট জানান, এটা একদমই অজ্ঞতার পরিচয়। এটা শুধু বাংলা নয়, সারা ভারতবাসীর কাছে লজ্জার বিষয়। একজন মনীষীর নাম আমি ভুল বলব কেন? সঠিকটা না জানলে বলব না!
আরও পড়ুন- হ্যালো মোদিজি… ‘যতই করো SIR, এ বাংলা ফের মমতার’: বিজেপিকে ধুয়ে ফের গান দেবাংশুর

