বঙ্গ

পর্যটনে ডিজিটাল রূপান্তরের পথে বাংলা, আসছে স্মার্ট মোবাইল অ্যাপ

পর্যটনে (Bengal tourism) তথ্যভিত্তিক পরিকাঠামো গড়ে তুলতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের তরফে একটি পূর্ণাঙ্গ ‘ট্যুরিস্ট-ফেসিং মোবাইল অ্যাপ’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ভ্রমণ আরও সুলভ, সুশৃঙ্খল এবং পর্যটক-বান্ধব করতে আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই এই উদ্যোগ।

দফতর সূত্রের খবর, নতুন অ্যাপটি হবে কার্যত একটি ডিজিটাল সহযাত্রী। দেশের ও বিদেশের পর্যটকদের জন্য রাজ্যের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বচ্ছ, বোধগম্য এবং রিয়েল টাইম আপডেট-সমৃদ্ধ করে তুলতে এই অ্যাপ কাজ করবে এক ছাতার নিচে। থাকবে গন্তব্য-ভিত্তিক তথ্য, যাত্রাপথ পরিকল্পনা, জরুরি সহায়তা, এমনকি উৎসবকালীন বিশেষ ফিচারও।

পর্যটনের (Bengal tourism) নতুন এই ডিজিটাল পরিকাঠামোর মূল লক্ষ্য—এক ক্লিকে ভ্রমণ পরিকল্পনা সহজ করা। জিপিএস-নির্ভর লোকেশন সার্ভিস, ইন্টার‌্যাক্টিভ মানচিত্র, আকর্ষণীয় স্থান, হোটেল, খাবারের দোকান এবং গাড়ি পরিষেবা—সবকিছুর তালিকা ও রিয়েল টাইম তথ্য থাকবে অ্যাপে।

আরও পড়ুন- বিজেপি বিধায়ক-পুত্রের কেচ্ছা ফাঁস! লাগাতার ধর্ষণের অভিযোগ, তীব্র নিন্দা তৃণমূলের

রাজ্যের পর্যটন কর্তাদের বক্তব্য, দুর্গাপুজোর মতো বৃহৎ উৎসবের কথা মাথায় রেখেই উৎসব-ভিত্তিক বিশেষ মডিউল তৈরি হচ্ছে। পুজোর সময় পর্যটকরা কোথায় কোন প্যান্ডেল, কখন কী অনুষ্ঠান, কোথায় বেশি ভিড়, কোন রুট ফাঁকা—সবকিছু জানার সুযোগ মিলবে এই অ্যাপেই। ট্র্যাফিক অ্যাডভাইসরি এবং ভিড়ের লাইভ আপডেটও মিলবে। তিনটি ভাষায়—বাংলা, ইংরেজি এবং হিন্দিতে মিলবে পরিষেবা। অফলাইনেও থাকবে গুরুত্বপূর্ণ তথ্য। সেই সঙ্গে অন্যান্য অ্যাপের সঙ্গে সংযুক্ত করে বুকিং-এর সুবিধা এবং আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসও থাকবে।
পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে থাকছে ‘এসওএস’ ফিচার ও চব্বিশ ঘণ্টার চ্যাটবট। অনলাইনে যেকোনও জরুরি সমস্যার সমাধান মিলবে অ্যাপের মাধ্যমেই।

পুরো প্রকল্পের জন্য একটি এজেন্সিকে নিয়োগ করা হবে, যারা ডিজাইন, বাস্তবায়ন ও ১৮ মাস ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। চুক্তি সইয়ের ছ’মাসের মধ্যেই অ্যাপটি চালু করার লক্ষ্য স্থির করেছে দপ্তর। ক্লাউডে হোস্ট করা হবে অ্যাপটি, এবং একটি নিরপেক্ষ সংস্থা তার কার্যকারিতা পর্যালোচনা করবে।
সরকারি সূত্রের মতে, একুশ শতকের পর্যটনের বাস্তবতা মেনেই তৈরি হচ্ছে এই পরিকল্পনা। লক্ষ্য, রাজ্য পর্যটনের মান আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া।

 

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

24 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago