গ্র্যান্ড মাস্টার বাংলার মিত্রাভ

Must read

প্রতিবেদন : রাজ্যের নবম ও দেশের ৭২তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার ছেলে মিত্রাভ গুহ। সার্বিয়ার নোভি সাদে এক টুর্নামেন্টে ২০ বছরের সদ্য তরুণ নিজের তৃতীয় ও শেষ জিএম নর্ম হাসিল করে এই কৃতিত্ব অর্জন করেছেন। ভারতীয় দাবা সংস্থার পক্ষ থেকে টুইটারে এই বার্তা দিয়ে বলা হয়েছে, মিত্রাভ গুহ অভিনন্দন, ভারতের ৭২তম গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য।

আরও পড়ুন : কর্নাটককে হারিয়ে শেষ আটে বাংলা

দু’সপ্তাহ আগে বাংলাদেশে শেখ রাসেল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে নিজের দ্বিতীয় জিএম নর্ম করেছিলেন মিত্রাভ। তাতেই তাঁর এলো রেটিং ২৫০০ পেরিয়ে গিয়েছিল। গ্র্যান্ড মাস্টার হতে গেলে ন্যুনতম আড়াই হাজার রেটিংয়ের দরকার পড়ে। ভারতীয় দাবা সংস্থার ওয়েবসাইটে মিত্রাভ সম্পর্কে লেখা হয়েছে, ‘‘কলকাতার দাবাড়ু মিত্রাভ গুহ সার্বিয়ার নোভি সাদে তাঁর তৃতীয় ও শেষ জিএম নর্ম পূর্ণ করে দেশের ৭২তম গ্র্যান্ড মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন“। মাত্র দু’দিন আগে ভারতীয় দাবাড়ু সঙ্কল্প গুপ্ত ৭১তম গ্র্যান্ড মাস্টার হওয়ার গৌরব হাসিল করেন। মিত্রাভর সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় দাবামহল। বিশ্বনাথন আনন্দ বলেছেন, ‘‘অভিনন্দন মিত্রাভ। দু’দিনে দু’জন গ্র্যান্ড মাস্টার পাওয়ার জন্য। ১০০তম গ্র্যান্ড মাস্টারও খুব শীঘ্রই পাচ্ছি আমরা“। কলকাতার ছেলের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বরুয়াও।

Latest article