প্রতিবেদন : এগিয়ে বাংলা। ফের বাংলার মুকুটে নতুন পালক। জিও ট্যাগিংয়ে দেশের মধ্যে প্রথম হল বাংলার বাড়ি প্রকল্প। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক থেকে বৃহস্পতিবার রাজ্য সরকারকে এই তথ্য জানানো হয়েছে। এই প্রকল্পে দেশে দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। আর তৃতীয় স্থানে আছে গুজরাত।
আরও পড়ুন : চা বাগানে লক্ষ্মীর ভাণ্ডারের কাজে সাহায্য বিডিও’র
উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের সব পুর এলাকায় বাড়ি তৈরি করা হয়। একটি বাড়ি তৈরি করতে খরচ হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা ও কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা। আর বেনিফিসিয়ারিকে দিতে হয় ২৫ হাজার টাকা। আর সেখানেই সব রাজ্যকে টেক্কা দিলো পশ্চিমবঙ্গ।