প্রতিবেদন : পৃথক শৌচালয়ের নিরিখে দেশের বড় রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে বাংলা। কেন্দ্রের পরিসংখ্যানেই এই তথ্য মিলেছে। বাংলার ৯৯.৯% স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। এক জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মেনে গত ২ নভেম্বর ঋতুকালীন স্বাস্থ্যনীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনা রুখতে কড়া রাজ্য, পরশু বৈঠক
স্কুলে ছাত্রীদের ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন সমাজকর্মী জয় ঠাকুর। একইসঙ্গে তাঁর আবেদন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে সমস্ত স্কুলে স্যানিটারি প্যাড বিলি করুক কেন্দ্র। সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা নিশ্চিত করা হোক। তাঁর আবেদন, কেন্দ্রকে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত। কেন্দ্র অবশ্য হলফনামা দিয়ে জানিয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৯৯.৯% স্কুলছাত্রীর জন্য ইতিমধ্যেই পৃথক শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। এ-ব্যাপারে পিছিয়ে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাত।