বাংলার (West Bengal) মুকুটে যোগ হল আরও একটি পালক। কেন্দ্রের সদ্য প্রকাশিত রিপোর্টে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণদানের নিরিখে (২০২৪-২৫ অর্থবর্ষে) সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নিল পশ্চিমবঙ্গ। শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সবমিলিয়ে ৩০ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। এর ফলে রাজ্যের প্রায় ১০ লক্ষ ৩৭ হাজার স্বনির্ভর গোষ্ঠী নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছে। পরিসংখ্যান অনুযায়ী, আগে অর্থাৎ ২০১০ সালে স্বনির্ভর গোষ্ঠী পিছু রাজ্যে ঋণের গড় পরিমাণ ছিল ৪৬ হাজার টাকা। সেখানে এখন বাংলায় স্বনির্ভর গোষ্ঠী পিছু ঋণের গড় পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা। সবথেকে বড় বিষয় হল অধিকাংশ স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত হয়।
আরও পড়ুন-জয়পুরে সেন্ট্রাল জেলের কেলেঙ্কারি ফাঁস, হাসপাতালে যাওয়ার নামে ঘুরতে গিয়ে ১৩ জন গ্রেফতার
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই মেয়েদের আর্থিক স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। ১৪ বছরে স্বনির্ভরগোষ্ঠীগুলির এই সাফল্যই তার প্রমান। রাজ্যের মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার। এর সঙ্গে জড়িত প্রায় ১.২১ কোটি পরিবার।
আরও পড়ুন-আইইডি বিস্ফোরণ! স্বাস্থ্য ভবনে হুমকি ইমেল
স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে চলতি অর্থবর্ষে আনন্দধারা প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। রাজ্যের প্রতিটি বড় শহরে বিগ বাজার তৈরির পরিকল্পনাও করা হয়েছে রাজ্যের তরফে। কিছুদিন আগেই উত্তরবঙ্গের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি বড় শহরে বিগবাজার তৈরি করা হবে এবং বাধ্যতামূলকভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য দুটি ফ্লোর রাখতে হবে। সবমিলিয়ে কর্মসংস্থানে নতুন দিশা দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…