প্রতিবেদন : আজ রবিবার ফের সন্তোষ ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ রাজস্থান তুলনামূলকভাবে কমজোরি। এই ম্যাচ ড্র করলেই গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে সন্তোষের সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলা। কেরল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে। বাংলার তিন ম্যাচে ৬ পয়েন্ট। বঙ্গ শিবির রাজস্থানকে হালকা ভাবে নিচ্ছে না। আগের ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে রক্ষণে অনেক ভুল হয়েছে। চারটি গোল করলেও তিনটি গোল খেতে হয়েছে। তাই প্রচণ্ড সতর্ক রয়েছে দল। এদিন অনুশীলনে ডিফেন্ডারদের আলাদা ক্লাসও নেন বাংলার কোচ।
আরও পড়ুন-আইএফএ কোষাধ্যক্ষ অনির্বাণ, মঙ্গলবার অনুমোদন অভিষেকের ক্লাবের
কেরল থেকে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য বললেন, ‘‘ড্র করার লক্ষ্য নিয়ে মাঠে নামলে হেরে ফিরতে হবে। রাজস্থান তিনটি ম্যাচ হারলেও ওদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই। আমি কখনও কোনও প্রতিপক্ষকে ছোট করে দেখি না। বরং আমাদের নিজেদের শক্তি, দুর্বলতা মাথায় রেখেই পরিকল্পনা করব। আমরা মেঘালয়ের বিরুদ্ধে টেকনিক্যাল ভুল করিনি। আশা করি, ছোটখাটো ভুলও করব না রাজস্থানের বিরুদ্ধে। ছেলেদের বলেছি, নিজেদের সেরাটা দিতে।